For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাইক্রোসফটের একটা ফন্ট পাকিস্তানের নওয়াজ শরিফের সরকার ফেলে দিতে পারে

নওয়াজের মেয়ে মারিয়ম মাইক্রোসফটের এমন ফন্ট ব্যবহার করে জাল নথি বানিয়েছেন যা সেইসময়ে খোদ মাইক্রোসফটই বাজারে আনেনি।

  • |
Google Oneindia Bengali News

পানামা পেপার্স বিতর্কে ফের খবরের শিরোনামে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর পরিবার। সে খবর নতুন করে সামনে এসেছে তা শরিফ পরিবারের জন্য সুখবর নয়। অভিযোগ, সম্পত্তি বাগাতে গিয়ে নওয়াজের মেয়ে মারিয়ম মাইক্রোসফটের এমন ফন্ট ব্যবহার করে জাল নথি বানিয়েছেন যা সেইসময়ে খোদ মাইক্রোসফটই বাজারে আনেনি।

এই খবরেই আপাতত উত্তাল পাকিস্তান। সারা দেশ থেকে প্রতিবাদ উপচে পড়ছে টুইটারে। হ্যাশট্যাগ দেওয়া হয়েছে #Fontgate। মারিয়ম ২০০৬ সালের নথি জমা দিয়েছেন। যা নিয়ে বিতর্ক শুরু।

মাইক্রোসফটের একটা ফন্ট নওয়াজ শরিফের সরকার ফেলে দিতে পারে

৫৫ পাতার যে ফাইনাল রিপোর্ট জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে মারিয়মের নথি মাইক্রোসফট 'ক্যালিব্রি'-তে লেখা। যা ২০০৬ সালের। অথচ ২০০৭ সালের ৩১ জানুয়ারি এই ফন্ট বাজারে আনে নির্মাতা কোম্পানি মাইক্রোসফট।

তথ্যপ্রদানকারী সাইট উইকিপিডিয়ার বক্তব্য, ২০০৭ সালে বাজারে এলেও ২০০৪ সাল নাগাদই ক্যালিব্রি ফন্ট তৈরি হয়ে গিয়েছিল। তবে ২০০৭ সাল থেকে তা জনসাধারণের ব্যবহারের জন্য ছাড়া হয়। যদিও এই তথ্যে বিতর্ক থামছে না। নওয়াজ শরিফ ও পরিবার এই প্রসঙ্গে কী অবস্থান নেয়, সেটাই এখন দেখার।

English summary
How a Microsoft font may bring down Pakistan's Nawaz Sharif govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X