For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপদে পড়তে পারেন ৩ লক্ষ ভারতীয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নয়া নীতি সমস্যায় ফেলতে পারে মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাসকারী ৩ লক্ষ ভারতীয়কে।

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন , ২৩ ফেব্রুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নয়া নীতি সমস্যায় ফেলতে পারে মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাসকারী ৩ লক্ষ ভারতীয়কে। ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বহু ভারতীয়র।[অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নতুন পদক্ষেপ]

ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী সেদেশ থেকে নথিভুক্তিকরণের বাইরে থাকা অভিবাসীদের দেশ থেকে চলে যেতে হবে। এই মর্মে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরের তরফে দুটি মেমো জারি করা হয়। তবে মঙ্গলবার মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরের বিজ্ঞপ্তি জানিয়ে দেয়, আমেরিকায় 'অবৈধ বসবাসকারী'দের জন্যই শুধু একটি আইন আসছে।[এইচ১ বি ভিসা নীতি : ভারতীয় কর্মীদের অবদান বিবেচনা করার জন্য ট্রাম্পকে অনুরোধ মোদীর]

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপদে পড়তে পারেন ৩ লক্ষ ভারতীয়

গোটা বিষয়ে অত্যন্ত কড়া মনোভাব দেখাচ্ছে মার্কিন প্রশাসন। এদিকে, গতকালই মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পকে এইচওয়ানবি ভিসানীতি বিবেচনা করে দেখার বার্তা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দক্ষ ভারতীয় কর্মীদের মার্কিন মুলুকে অবদানের বিষয়়টি যেন পর্যালোচনা করেন ট্রাম্প। কিন্তু তারপর দিনই স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরের বিজ্ঞপ্তি এসে যাওয়ায় গোটা বিষয়টি জটিল হয়েছে।[মার্কিন অভিবাসন নীতি : ট্রাম্পের 'নিষেধাজ্ঞার' ফরমানের নয়া সংস্করণ আসতে চলেছে]

নতুন আইনের ফলে বিতাড়ন যোগ্য অভিবাসীদের মার্কিন মুলুক থেকে বিতাড়িত হয়ে তাঁদের নিজের নিজের দেশে ফিরে যেতে হবে, তাঁদের কারও ক্ষেত্রেই নিয়মের কোনও ব্যতিক্রম ঘটবে না। এমনই জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর। তবে এক্ষেত্রে অপরাধী অভিবাসীদেরই লক্ষ্য করে একথা বলা হয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের। পাশপাশি যে সমস্ত মার্কিন অবিবাসীদের , সেদেশের থাকার উপযুক্ত নথি নেই এই নিয়ম তাদের বিপদে ফেলবে। তবে ৩ লক্ষ ভারতীয় অভিবাসী এই অপরাধের আওতায় রয়েছে বলে সূত্রের খবর।[ট্রাম্পের H1B ভিসা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার]

English summary
With the coming of the Trump administration, it seems fate of nearly 300,000 Indian-Americans will be impacted by the President’s master immigration plan and will in a way might result in the deportation of the United States of America’s 11 million undocumented immigrants.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X