For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কানাডায় মসজিদে বন্দুকবাজের হামলা, মৃত ৬

কানাডার কুয়েবেকে এক মসজিদে ৩ বন্দুকবাজের গুলিতে নিহত হন অন্তত ৬ জন। ঘটনায় আহত হয়েছেন অনেকজন।

  • |
Google Oneindia Bengali News

কুয়েবেক, ৩০ জানুয়ারি: কানাডার কুয়েবেকে এক মসজিদে ৩ বন্দুকবাজের গুলিতে নিহত হন অন্তত ৬ জন। বন্দুকবাজদের এলোপাথারি গুলি চালানোর ঘটনায় আহত হয়েছেন অনেকজন। বন্দুকবাজদের হামলা চালানোর সময় কুয়েবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে বৈকালিক প্রার্থনায় উপস্থিত ছিলেন অন্তত ৪০ জন।[নদীতে সাঁতার কেটে ২ মাসের জেল!]

প্রথামিক তদন্ত অনুযায়ী ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন সক্রিয় বন্দুকবাজ বলে অনুমান পুলিশের। এদিকে বন্দুকবাজের হানার পর পুলিশি নিরাপত্তা কড়া হয়েছে মসজিদের আশপাশ অঞ্চলে।[(ভিডিও) 'টুপি' ফিরিয়ে আনতে বাঘের খাঁচায় 'ঝাঁপ' নির্ভীক মহিলার]

কানাডায় মসজিদে বন্দুকবাজের হামলা, মৃত ৫

আপৎকালীন যান রাখা রয়েছে মসজিদের সামনে। এদিকে, মসজিদে হামলার ঘটনার নিন্দা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেও। মসজিদের প্রধান মহম্মদ ইয়ংগুই ঘটনার তীব্র নিন্দা করেছেন। গোটা ঘটনাকে তিনি পাশবিক বলে বর্ণনা করেছেন। [কানাডা পার্লামেন্টে হামলা, মৃত এক সেনা জওয়ান]

সূত্রের খবর অনুযায়ী, অনেক দিন ধরেই ওই মসজিদ সংলগ্ন এলাকাতে অশান্তির পরিবেশ ছিল। গত বছরে ওই মসজিদের সামনে শুকরের কাটা মাথা পড়ে থাকতে দেখা যায়। 'নিকাব' নিষিদ্ধকরণ নিয়ে এলাকায় অনেক দিন ধরেই ধর্মীয় অশান্তি চরমে ওঠে বলে দাবি সূত্রের। যা পরে রাজনৈতিক রূপ ধারণ করে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ৭ টা মুসলিম প্রধান দেশের নগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেও তাঁরা দেশে শরণার্থীদের স্বাগত জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রীর এধরনের পদক্ষেপের পর, কানাডার মসজিদে বন্দুকবাজদের এই হানা, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
Gunmen open fire at Quebec City mosque of canada. Five persons are reprtedly dead,many others are injured.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X