For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাড়ি না চালানোর জন্য আম জনতাকে পুরস্কার দেবে মিলান সরকার !

Google Oneindia Bengali News

গাড়ি না চালানোর জন্য আম জনতাকে পুরস্কার দেবে মিলান সরকার !
মিলান, ১৭ ডিসেম্বর : দূষণ বিশ্বের প্রায় সব দেশেরই একটা মুখ্য সমস্যা। আর তা প্রতিরোধে করতে বিভিন্ন দেশ বিভিন্ন পদ্ধতিও অবলম্বন করে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল ফ্রান্সের প্রধানমন্ত্রী দেশে ডিজেল গাড়ি নিষিদ্ধ করার কথা ভেবেছিলেন। তবে দূষণ প্রতিরোধে মিলান সরকার যে উদ্ভাবনী পন্থা নিয়েছেন তা সত্যিই চমকপ্রদ।

যেখানে বেশ কিছু দেশে শহরের রাস্তায় গাড়ি চালানোর জন্য গাড়ির মালিকদের থেকে টাকা নেওয়া হয়, সেখানে মিলান সরকার ঘোষণা করল, যে সমস্ত গাড়ির মালিকরা রাস্তায় গাড়ি চালাবেন না তাদের দেওয়া হবে পুরস্কার। পরিহবণ দফতর, বিমা এজেন্সি 'ইউনিপোল' এবং অক্টো টেলিমেটিকস সংস্থার সঙ্গে যৌথভাবে "পার্ক ইওর কার অ্যান্ড গো পাবলিক" প্রচার শুরু করেছে।

টেলেমেটিক সিস্টেম গাড়িতে প্রতিস্থাপনের মাধ্যমে কর্তৃপক্ষ ইউনিপোল গ্রাহকদের ট্র্যাক করবে। যদি নির্দিষ্ট গাড়িটি সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত রাস্তায় বের না করা হয় তাহলে গাড়ির মালিকরা পুরস্কৃত হবে। পুরস্কারমূল্য হবে দৈনন্দিন ১.৫০ ইউরো। যা আদতে একেবারেই বড় সড় পুরস্কার মূল্য নয়। তবে তা 'পাবলিক ট্রান্সপোর্টের' খরচের সমান।

English summary
Govt of Milan Paying People to Not Drive Cars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X