For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নদীতে সাঁতার কেটে ২ মাসের জেল!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক, ১২ সেপ্টেম্বর : নদীতে সাঁতার কাটা এক ব্যাপার। আর সাঁতরে এক দেশ থেকে আর এক দেশে ঢোকার চেষ্টা করা আর এক ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাঁতরে নদী পেরিয়ে কানাডায় প্রবেশের অভিযোগে এক ব্যক্তির ২ মাসের জেল হয়েছে বলে জানা গিয়েছে। তবে চমক এটাই নয়, যেভাবে ও যে কারণে এটি করা হয়েছে তা আরও চমকপ্রদ। [শ্যাওলা থেকে জ্বালানি তেল তৈরি করছেন বিজ্ঞানীরা!]

জন বেনেট নামে ২৫ বছরের ওই মার্কিন তরুণের বাগদত্তা কানাডায় থাকেন। তিনি গর্ভবতীও। তাঁকে বাঁচাতেই কানাডা যেতে চেয়েছিলেন বেনেট। কারণ তাঁর সন্দেহ ছিল, বাগদত্তা তরুণীর পুরনো প্রেমিক কোনওভাবে তাঁর প্রেমিকা ও সন্তানের ক্ষতি করতে পারে। [এই গ্রামে প্রতি ৩ জনে ১ জন মানুষ শতায়ু!]

নদীতে সাঁতার কেটে ২ মাসের জেল!

বেনেটের বাগদত্তা প্রেমিকা কানাডার সেন্ট স্টিফনে থাকেন। প্রথমে আইন মেনে সেদেশে প্রবেশের অনুমতি চান তিনি। তবে ভেরিফিকেশনের পরে তা আটকে দেওয়া হয়। সেজন্যই মার্কিন-কানাডা সীমান্তে থাকা নদী পেরিয়ে সে কানাডায় ঢোকে বলে পুলিশকে জেরায় জানিয়েছে। [জন্ম থেকে 'পার্লে জি' বিস্কুট ছাড়া আর কিছুই মুখে তোলেনি এই অষ্টাদশী!]

গ্রেফতার হওয়ার পরে আদালত সব শুনে ২ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে বেনেটকে। আদালতে সে জানিয়েছে, নিয়ম মেনে কানাডায় ঢুকতে না পেরে সে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে একটি হাওয়া ভরা ভাসমান বিছানা কিনে আনে। তারপরে সেটার শুয়ে শুয়ে সেন্ট ক্রয়িক্স নদী পার হয়ে যায়। [মাত্র ৫০০ টাকা দিলেই আপনার জেলযাত্রা কেউ আটকাতে পারবে না!]

বেনেট যখন নদী পেরচ্ছিল, তখন স্থানীয় এক বাসিন্দা কানাডা পুলিশকে বিষয়টি জানিয়ে খবর দেয়। তারপরই তাঁকে গ্রেফতার করে আনা হয়। ২ মাসের জানা খাটার পর বেনেটকে ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

English summary
'Gallant' American jailed after floating across border into Canada
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X