For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিলির সবচেয়ে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত শহর স্যান্টা ওলগা, পুড়ে ছাই ১ হাজার ঘরবাড়ি

চিলির সবচেয়ে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত শহর স্যান্টা ওলগা। পুড়ে ছাই ১ হাজার ঘরবাড়ি।

  • |
Google Oneindia Bengali News

স্যানটিয়াগো, ২৭ জানুয়ারি : চিলির সবচেয়ে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত শহর স্যান্টা ওলগা। গোটা শহরটিকে প্রায় ভস্মীভূত করে ফেলেছে দাবানলের আগুন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ জন। সরকারি মতে মৃতের সংখ্যা ১০ হলেও বেসরকারি মতে আরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে । শহরের পোস্ট অফিস থেকে স্কুল সমস্ত জায়গাই চলে গেছে আগুনের কবলে। পুড়ে ছাই ১ হাজার ঘরবাড়ি। চিলির রাষ্ট্রপতি মিশেল ব্যাসলেট দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সাহায্যও চেয়েছেন।[দাউদাউ আগুনে জ্বলছে ট্রেন]

শহরের ৬ হাজার জন বাসিন্দাকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া গেছে। তাঁদের অক্ষত অবস্থাতেই সরানো সম্ভবপর হয়েছে। এদিকে গত নভেম্বর মাস থেকে একটু একটু করে ছড়িয়ে পড়া দাবানলের আগুন যে এভাবে তছনছ করতে পারে একটা জনজাতীর জীবনধারা, তা ভাবতে পারেননি বাসিন্দারা।[বাড়িতে নিজের চিতা সাজিয়ে আত্মহত্যা এক ব্যক্তির]

চিলির সবচেয়ে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত শহর স্যান্টা ওলগা। পুড়ে ছাই ১ হাজার ঘরবাড়ি।

আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আকাশপথে ছেটানো হচ্ছে জল। প্রায় ১০ হাজার দমকল কর্মী নিযুক্ত রয়েছেন এই কাজে। আগুন নেভাতে গিয়েও মারা গেছেন এক দমকল কর্মী। এদিকে আগুনের কবলে পড়ে মৃত্যু হয়েছে ২ কর্তব্যরত পুলিশ কর্মীরও। মধ্য ও দক্ষিণ চিলি জুড়ে প্রবল হাওয়ার দাপটে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।[আলোর উৎসবেও এ গ্রাম অন্ধকার, বাজির শব্দে আজও কেঁপে ওঠে হাটুরিয়াবাসী]

পরিস্থিতি অত্যন্ত ঘোরতর হয়ে গিয়েছে বলে দাবি করেন এক স্থানীয়। আগুনে ছাই হয়ে যাওয়া শহরের ভগ্নস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির দেহ। তবে এই ব্যক্তির পরিচয় এখনও যানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্যের হাত বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।[জ্বলন্ত মোমবাতি দিয়ে হেয়ারকাট? বিশ্বাস না হলে দেখে নিন ভিডিওটি]

English summary
Flames from one of Chile’s worst wildfires completely consumed the town of Santa Olga. as the death toll from the blazes since November rose to 10.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X