For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুবাইয়ের ৭৯ তলা বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

লন্ডনের পর দুবাই। ফের একবার বহুল ভবনে আগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দুবাইয়ের বিশ্ববিখ্যাত ৮৬ তলা ভবন, মরিনা টাওয়ারে অগ্নিকাণ্ডের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

Google Oneindia Bengali News

লন্ডনের পর দুবাই। ফের একবার বহুল ভবনে আগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দুবাইয়ের বিশ্ববিখ্যাত ৭৯ তলা ভবন, মরিনা টাওয়ারে অগ্নিকাণ্ডের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। আমিরশাহীর সিবিল ডিফেন্সের তরফে জানানো হয়েছে ১ হাজার ১০৫ ফুট উঁচু এই আকাশচুম্বী ভবনে যে আগুন লেগেছিল তা আপাতত নিয়য়ন্ত্রণে আনা গিয়েছে।

দুবাইয়ের ৮৬ তলা বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

টর্চ চাওয়ার নামে পরিচিত এই রেসিডেন্সিয়াল ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় যদিও কোনও হাতহতের খবর নেই। এখনে পর্যন্ত স্পষ্ট নয়, কী থেকে বা কীভাবে ভবনে আগুন লাগে। তবে ৬৭৬ টি অ্যাপার্টমেন্ট সমৃদ্ধ ভবনটিতে আগুন কীভাবে লেগেছিল তা এখনো জানা যায়নি। আপাতত ভবনটিকে খালি করে ঠাণ্ডা করার কাজ চলছে। ভবন থেকে সরিয়ে ফেলা হয়েছে বাসিন্দাদের।

ভবনের পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সিভিল ডিফেন্স একযোগে কাজ করছে। জানা গিয়েছে এর আগে, ওই ভবনটির ৯ তলায় আগুন লেগেছিল। যা পরে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য দুবাইয়ের ওই ভবনে বহু বিদেশীদের বসবাস।

English summary
A fire that engulfed a residential tower in the United Arab Emirates’ world-famous Marina in Dubai has been brought under control.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X