For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঈদ ২০১৯: বরিশালের ২০ গ্রামের বাসিন্দাদের আজ ঈদ

চাঁদ দেখা নিয়ে দুই রকম ঘোষণার কারণে বুধবার রোজা রেখে আজ ঈদ উদযাপন করছেন বরিশালের ২০ গ্রামের মানুষ।

  • By Bbc Bengali

বৃহস্পতিবার ঈদ উদযাপন করছেন বরিশালের ২০ গ্রামের বাসিন্দারা (ফাইল ফটো)
Getty Images
বৃহস্পতিবার ঈদ উদযাপন করছেন বরিশালের ২০ গ্রামের বাসিন্দারা (ফাইল ফটো)

বরিশালের গৌরনদীর ২০টি গ্রামের বাসিন্দারা আজ বৃহস্পতিবার ঈদ উদযাপন করছেন।

চাঁদ দেখা নিয়ে দুই রকম ঘোষণার কারণে এই গ্রামের বাসিন্দারা বুধবার রোজা রাখার সিদ্ধান্ত নেন। ৩০টি রোজা শেষ করে বৃহস্পতিবার তারা ঈদ উদযাপন করছেন।

বাঙ্গিলা হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল কাদের বলছেন, ইসলামে চাঁদ দেখা নিয়ে কোন অস্পষ্টতার তৈরি হলে ৩০টি রোজ পূর্ণ করে ঈদ করার নিয়ম আছে।

তিনি বলেন, ''হাদিসে আছে, রমজানের ২৯ তারিখে চাঁদ দেখা না গেলে তোমরা রমজান ত্রিশে পূর্ণ করো। যেহেতু আমাদের এখানে কেউ কোথাও চাঁদ দেখতে পায়নি, প্রত্যক্ষদর্শী কেউ আমাদের দেখেছে বলেও জানাতে পারেনি বলে আমরা বুধবার ঈদ করতে পারিনি। তাই ৩০ রোজা পূর্ণ করে শরীয়ত মোতাবেক আমরা আজ ঈদ করছি।''

তিনি মনে করেন, সরকারের দুই ধরনের ঘোষণার কারণে বুধবার যারা ঈদ করেছে, ভারাক্রান্ত মন নিয়েই তাদের ঈদ করতে হয়েছে।

আরো পড়ুন:

চাঁদ রাতে বাংলাদেশের রান্নাঘরে নারীদের নিশুতি লড়াই

ঈদের চাঁদ নিয়ে সরগরম ফেসবুক

ঈদ নাকি বিশ্বকাপ, ইংল্যান্ডে কোনটা এবার বড় উৎসব

ঈদ ২০১৯: যানজটের কারণে মহাসড়কে সন্তান প্রসব

ঈদের জামাত
Getty Images
ঈদের জামাত

জাতীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরান ও সুন্নাহ'র ভিত্তিতে ঠিক থাকলেও রাত ১১টার ঘোষণা সঠিক হয়নি বলে তিনি মনে করেন।

সকাল আটটার সময় গ্রামের ঈদগা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, সেখানে কয়েকশো মানুষ অংশ নেন বলে তিনি জানান।

এভাবে বাগেরহাট, মঠবাড়িয়াসহ আরো কয়েকটি স্থানে আজ ঈদ উদযাপন করা হচ্ছে বলে বলছেন মি. কাদের।

বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা জানিয়েছেন, বাঙ্গিলা এবং আশেপাশের কয়েকটি গ্রামের কয়েকশো মানুষ গতকাল ঈদ করেননি, তারা আজ ঈদ উদযাপন করছেন।

তিনি আশেপাশের ধানডোবা, ধুরিয়াইল, নন্দনপট্টি, বড় কসবা, চাঁদশী, চেংগুটিয়াসহ ২০টি গ্রামের মানুষ বুধবার রোজা রেখে বৃহস্পতিবার ঈদ করছেন বলে বরিশালের সংবাদদাতারা জানিয়েছেন।

বাংলাদেশের বুধবার ঈদ উদযাপিত হলেও, অনেক স্থানের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগেরদিন ঈদ উদযাপন করেছেন। তবে এবারই পরের দিনেও ঈদ উদযাপিত হলো।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে মঙ্গলবার রাত ৯টা নাগাদ প্রথমে জানানো হয় যে, দেশের কোথাও চাঁদ দেখা যায়নি।

এর দুই ঘণ্টা পরে রাত ১১টায় আবার জানানো হয়, কোন কোন স্থানের বাসিন্দারা চাঁদ দেখতে পেয়েছেন, তাই বুধবার ঈদ হবে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

অর্গানিক খাদ্যের চাহিদা বাড়ছে কিন্তু মান কেমন?

যেভাবে স্বর্ণ মন্দিরে ঢুকেছিল ভারতীয় সেনা ট্যাঙ্ক

কে এই মুসলিমবিরোধী 'বৌদ্ধ বিন লাদেন'?

'মনে হচ্ছিল মিরপুর বা চট্টগ্রামে চলে এসেছি'

English summary
Eid-2019: Today Eid is celebrated by the resident of 20 villages of Barishal in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X