For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথিবীতে মোট কত ধরনের প্রজাতি রয়েছে জানেন? জানলে চোখ কপালে উঠবে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ৪ মে : মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাম্প্রতিক গবেষণার পরে জানিয়েছেন, পৃথিবীতে সবমিলিয়ে মোট ১ লক্ষ কোটি প্রজাতি রয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের, এর মধ্যে মাত্র এক শতাংশ প্রজাতিকেই এখনও পর্যন্ত চেনা সম্ভব হয়েছে। [এবার শুধু রোদে দিলেই পরিষ্কার হবে নোংরা জামাকাপড়]

ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনুজীবী, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি সবমিলিয়ে গবেষণাটি চালান। এজন্য সারা বিশ্বের বিভিন্ন মহাসাগর ও মহাদেশের ৩৫ হাজারটি এলাকা থেকে মোট ৫৬ লক্ষ নমুনা সংগ্রহ করা হয়। [বিশ্বের সবচেয়ে বড় 'মুভি স্ক্রিন' তৈরি করল চিনা কোম্পানি!]

পৃথিবীতে মোট কত ধরনের প্রজাতি রয়েছে জানেন? জানলে চমকে যাবেন

এই গবেষণাটি মূলত চালিয়েছেন জে টি লেনন এবং কেনেথ জে লোসি। লেনন জানিয়েছেন, পৃথিবীতে মোট কত ধরনের প্রজাতি রয়েছে তার সংখ্যা নির্ধারণ করা জীববিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। [ এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]

এক্ষেত্রে গবেষকরা দেখেন, অনুজীবী প্রাণের একটি বিরাট অংশকে কালি চোখে দেখা যায় না। এর পাশাপাশি ব্যাকটেরিয়া, ছত্রাক ও আরও কিছু প্রজাতি যেগুলি এককোষী প্রাণ সেগুলির সংখ্য়াও খুঁজে বের করা বেশ কঠিন কাজ।

গবেষণায় উঠে এসেছে, পৃথিবীতে অবস্থিত প্রত্য়েকটি অনুজীবী প্রাণকে আলাদাভাবে খুঁজে বের করা অত্যন্ত কঠিন কাজ। আর সেজন্যই পৃথিবীতে থাকা মোট ১ লক্ষ কোটি প্রজাতির মধ্যে এখনও পর্যন্ত মাত্র ১ শতাংশ প্রজাতিকেই খুঁজে বের করা সম্ভব হয়েছে।

English summary
Earth home to nearle one trillion species, suggests new study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X