For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদ্যপ পাইলটকে আট মাসের কারাদণ্ড

অতিরিক্ত মদ্যপান করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার বিষয়টি স্বীকার করেছেন পাইলট। ইংরেজি নতুন বছরের প্রাক্কালে গ্রেফতার করা হয়েছিল। বিমানটিতে ১১০জন যাত্রী ছিলেন।

  • By Bbc Bengali

কানাডার একটি বিমানের পাইলটকে মদ্যপান করে ককপিটে উঠার দায়ে আট মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

মিরোস্লাভ গ্রোনিচ নামের ৩৭ বছর বয়সী সে পাইলটকে ইংরেজি নতুন বছরের প্রাক্কালে গ্রেফতার করা হয়েছিল। অতিরিক্ত মদ্যপান করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার বিষয়টি স্বীকার করেছেন পাইলট।

তিনি সানউইং নামে একটি বিমান সংস্থার পাইলট ছিলেন। তার শরীরে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেছে।

কানাডার আলবার্টা প্রদেশের আদালত সে পাইলটকে বিমান চালানোর উপর এক বছরের নিষেধাজ্ঞাও দিয়েছে। তার কারাবাসের মেয়াদ শেষ হলে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আদালতে দেয়া বিবৃতিতে সে বিমানের সহকারী পাইলট জানিয়েছেন, মদ্যপ অবস্থায় ককপিটে ঢোকার পর পাইলট পরে বিমান থেকে চলে গেছেন।

তখন আরেকজন পাইলট বিমানটিকে মেক্সিকোর কানকুনে নিয়ে যান। বিমানটিতে ১১০জন যাত্রী ছিলেন।

পরবর্তীতে সে পাইলটের হোটেল রুমে ভডকার একটি খালি বোতল পাওয়া যায়।

পাইলটের সাজার বিষয়ে বিমানসংস্থা সানউইং কোন মন্তব্য করেনি।

English summary
Drunk pilot sentenced to eight months in prison
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X