For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতি ট্রাম্পের বার্ষিক মাইনে হবে মাত্র ১ ডলার!

মার্কিন রাষ্ট্রপতি হিসাবে বছরে ৪ লক্ষ মার্কিন ডলার মাইনে হিসাবে পাওয়ার কথা ট্রাম্পের। তবে তিনি জানিয়েছেন তিনি সেই টাকা নেবেন না। তবে প্রথা মেনে তিনি মাত্র ১ ডলার মাইনে হিসাবে নেবেন।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী রাষ্ট্রপতি হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই পদে থাকাকালীন তিনি কোনও ভাতা বা মাইনে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এমনকী রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোনও ছুটিও নেবেন না, ঘোষণা ট্রাম্পের। [রিপাবলিকানদের হয়ে লড়ে কারা মার্কিন রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন? সংক্ষিপ্ত ইতিহাস]

মার্কিন রাষ্ট্রপতি হিসাবে বছরে ৪ লক্ষ মার্কিন ডলার মাইনে হিসাবে পাওয়ার কথা ট্রাম্পের। তবে তিনি জানিয়েছেন তিনি সেই টাকা নেবেন না। তবে প্রথা মেনে তিনি মাত্র ১ ডলার মাইনে হিসাবে নেবেন। [মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বক্তৃতায় যা বললেন ডোনাল্ড ট্রাম্প]

বছরে রাষ্ট্রপতি ট্রাম্পের মাইনে হবে মাত্র মাত্র ১ ডলার!

সেপ্টেম্বরে এক প্রচারসভায় ট্রাম্প জানিয়েছিলেন যে রাষ্ট্রপতি পদে বসলে তিনি কোনও মাইনে নেবেন না। এবার নির্বাচনে জিতে সেই কথাই পূরণ করলেন তিনি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একইসঙ্গে ছুটি না নেওয়ার ঘোষণাও করে দিয়েছেন ট্রাম্প। [অপ্রত্যাশিত হারের পর আবেগতাড়িত হয়ে যা বললেন হিলারি ক্লিন্টন]

জানিয়েছেন, আমাদের এখন প্রচুর কাজ করতে হবে। অনেক কাজ বাকী রয়েছে। এবং মানুষের জন্য আমি এগুলি করতে চাই। আমরা কর কমিয়ে, স্বাস্থ্যব্যবস্থা উন্নত করে ও আরও অনেক পদক্ষেপ করে তা পূরণ করব। তাই ছুটি নেওয়ার সময় পাব বলে মনে হয় না। [স্যোশাল মিডিয়ায় কীভাবে প্রতিফলিত মার্কিন নির্বাচন? দেখে নিন]

প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮ সদস্যবিশিষ্ট ইলেক্টরাল কলেজের মধ্যে ২৯০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছেন ২২৮টি ভোট।

English summary
Donald Trump says will take $1 as salary with no vacations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X