For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন অভিবাসন নীতি: মার্কিন আদালতের রায়ে ফের ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন

ট্রাম্পের জারি করা নির্দেশিকার স্থগিতাদেশ দেয় এক মার্কিন আদালত। রায়ে চূড়ান্ত ক্ষুব্ধ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আদালতের স্থগিতাদেশের সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ করে এবার পাল্টা মামলার পথে ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি : সিরিয়া সহ ৭টি মুসলিম দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করায় ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ট্রাম্প প্রশাসন। এরপর এই মার্কিন রাষ্ট্রপতির সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে এক মামলায় ট্রাম্পের বিরুদ্ধেই রায় দেয় সিয়াটেলের আদালত। ট্রাম্পের জারি করা নির্দেশিকার স্থগিতাদেশ দেয় ওই আদালত। রায়ে চূড়ান্ত ক্ষুব্ধ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আদালতের স্থগিতাদেশের সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ করে এবার পাল্টা মামলার পথে চলেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু,মার্কিন যুক্তরাষ্ট্রীয় আবেদনকারী আদালতেও ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি রাখার আবেদন ফের একবার ধাক্কা খেল। ট্রাম্প প্রশাসনের আবেদন নসাৎ করে দেয় আদালত। ফলে অভিবাসনের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রইল। [ট্রাম্পের নীতির বিরোধিতা করায় ছাঁটাই মার্কিন অ্যাটর্নি জেনারেল]

এর আগে ,আদালতের ওই রায়কে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছা়ড়াও স্যোসাল মিডিয়ায় তিনি , এই রায় বদলে দেওয়ারও হুমকি দিয়েছেন। কার্যত তাঁর বক্তব্যে সিয়াটেল আদলতের বিচারপতি জেমস রবার্টকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন ট্রাম্প। এনিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটছে ট্রাম্পের দফতর। ট্রাম্প প্রশাসনের তরফে সিয়াটেল আদলতের রায়কে চ্যালেঞ্জ করে আদালতে আবেদনমূলক বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যেই। আদালতের এই রায়কে খুবশিগিরিই তুলে নেওয়ার জন্য মার্কিন কোর্ট অফ অ্যাপিলের দ্বারস্থ হয়েছিল ট্রাম্প প্রশাসন, বলে সূত্রের খবর।[নিরাপত্তার কারণে ৫ বছরের ইরানি শিশু আটক মার্কিন বিমানবন্দরে]

মার্কিন অভিবাসন নীতি: আদালতের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা মামলার পথে ট্রাম্প প্রশাসন

অন্যদিকে, ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা নিয়ে মামলা হয়েছে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের আদালতেও। ফলে ট্রাম্প আইনি লড়াইয়ে কতটা সফল হন সেটাই দেখার। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এই কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারির প্রয়োজন ছিল।[মার্কিন নিষেধাজ্ঞা: আদালতে সিদ্ধান্ত ধাক্কা খেলেও, ট্রাম্পের ফরমান মানার নির্দেশ প্রশাসনের]

প্রসঙ্গত ,সিয়াটেল আদালতের ওই রায়ে বলা হয়েছ , কেউই আইনের উর্দ্ধে নয়। এমনকি প্রেসিডেন্টও নয়। এদিকে, ওই রায়ের পর মার্কিন স্বরাষ্ট্র দফতর থেকে ঘোষণা করা হয়েছে, ‌যাদের হাতে মার্কিন ‌যুক্তরাষ্ট্রে ঢোকার বৈধ ভিসা রয়েছে তারা মার্কিন ‌যুক্তরাষ্ট্রে আসতে কোনও বাধা নেই।

মার্কিন রাজপাট দখল করার পরই ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ একের পর এক সিদ্ধান্ত নিয়ে সরগরম আমেরিকা তথা বিশ্বরাজনীতি। সেই সমস্ত সিদ্ধান্তের মধ্যে ৭ মুসলিম দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন সম্পর্কীয় নিষেধাজ্ঞায় একের পর এক জটিল আইনি লড়াইয়ে জেরবার মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প।

English summary
U.S. President Donald Trump on Saturday denounced a judge who lifted the travel ban he had imposed on citizens of seven mainly Muslim countries, taking an unusual jab at an independent branch of the U.S. government as he vowed to bring back the restrictions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X