For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে রেস্তরাঁয় হামলাকারী জঙ্গি 'আওয়ামী লিগ' নেতার ছেলে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ৩ জুলাই : বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লিগ সরকারের প্রধান তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলেছেন। দেশের মাটি থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার ডাক দিয়েছেন। [বাংলাদেশে হামলাকারী জঙ্গিদের নাম, ছবি প্রকাশ আইএসের মুখপত্রে]

তবে এই জঙ্গি হামলার পরে তাঁর সরকারের নামও জড়াল বিতর্কে। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জঙ্গি হামলার পরে যে ছয় হত জঙ্গির ছবি ও পরিচয় সামনে এসেছে, তাদের মধ্যে একজনের নাম রোহন ইমতিয়াজ। এই যুবক ইমতিয়াজ খান বাবুলের পুত্র।

বাংলাদেশে রেস্তরাঁয় হামলাকারী জঙ্গি 'আওয়ামী লিগ' নেতার ছেলে!

এই ইমতিয়াজ খান আবার আওয়ামী লিগের নেতা। তিনি গতবছর ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লিগের মনোনয়ন করা কাউন্সিলর ছিলেন। হামলার পরে আইএস জঙ্গিদের ছবি প্রকাশ করার পরই রোহনের পরিচয় সামনে আসে, সেইসঙ্গে ইমতিয়াজ বাবুলের সঙ্গে তার পরিচয়ও স্পষ্ট হয়। যদিও পুলিশ এই বিষয়ে এখনও কিছু জানায়নি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রোহন সম্ভবত নিখোঁজ ছিল বেশ কিছুদিন। তাকে ফিরে পেতে ফেসবুকে গত ২১ জুন একটি পোস্টও করেন বাবুল। সেখানে ছেলেকে বাড়ি ফিরে আসার আহ্বানও জানান। তবে সেই অনুরোধে কোনও কাজ হয়নি। ছেলেকে তিনি ফের দেখলেন তবে মৃত জঙ্গি হিসাবে।

প্রসঙ্গত, গত বছরে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মৃত জঙ্গি রোহনের বাবা ইমতিয়াজ খান বাবুল ঢাকার ৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলেন। নির্বাচনে তাঁর প্রতীক ছিল রেডিও।

English summary
Dhaka attack : One of the terrorist was the son of Awami league party leader, Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X