For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) নেপাল বীভৎস ভূমিকম্প, পথেই দিন গুজরান ভয়ার্ত আমজনতার

  • |
Google Oneindia Bengali News

কাঠমাণ্ডু, ২৭ এপ্রিল : গত আট দশকের সবথেকে বড় ভূমিকম্পের জেরে ভারতের প্রতিবেশী দেশ নেপাল সম্পূর্ণ তছনচ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে তার কোনও ইয়ত্তা নেই।

<strong>নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা</strong>নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা

নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বলেছেন মৃতের সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে। অন্যদিকে ধ্বংসস্তুপের নিচে কতজন মানুষ চাপা পড়ে রয়েছেন তার কোনও হিসাব নেই।

ভারত, চিন সহ মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেপালের দিকে। কিন্তু একটানা বৃষ্টি একের পর এক আফটার শকে বিধ্বস্ত অবস্থা নেপালের।

খোলা আকাশের নিচে, খাবার-আশ্রয়হীন হয়ে দিন কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। আসুন দেখে নেওয়া যাক নেপালে ভূমিকম্পের পরের বীভৎসতার দৃশ্য (ছবি সৌজন্যে এএনআই)

নেপাল ভূমিকম্প

নেপাল ভূমিকম্প

নেপালের থামেলে পথেই সংবাদপত্র পড়ছেন এক নেপালি যুবক

নেপাল ভূমিকম্প

নেপাল ভূমিকম্প

বীভৎসতা কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টায় নেপাল।

নেপাল ভূমিকম্প

নেপাল ভূমিকম্প

উদ্ধারকার্য চলছে জোরকদমে।

নেপাল ভূমিকম্প

নেপাল ভূমিকম্প

ধ্বংসস্তুপের নিচে কতজন মানুষ চাপা পড়ে রয়েছেন তার কোনও হিসাব নেই।

নেপাল ভূমিকম্প

নেপাল ভূমিকম্প

ভারত, চিন সহ মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেপালের দিকে।

নেপাল ভূমিকম্প

নেপাল ভূমিকম্প

বিধ্বস্ত নেপালের চারিদিকে শুধু এই একই চিত্র।

নেপাল ভূমিকম্প

নেপাল ভূমিকম্প

মাটি খুড়লেই বেরচ্ছে সারি দিয়ে লাশের সারি।

নেপাল ভূমিকম্প

নেপাল ভূমিকম্প

প্রতিমুহূর্তে এভাবেই ধ্বংসস্তুপ সরানোর নিরলস কাজ করে চলেছে প্রশাসন।

নেপাল ভূমিকম্প

নেপাল ভূমিকম্প

নেপালে ভারী বর্ষণে বারবার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

English summary
Devastation of Nepal Earthquake, Residents staying in an open area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X