For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানেই দাউদ, তিনটি ঠিকানা প্রকাশ করে নিশ্চিত করল ব্রিটেন

আর্থিক নিষেধাজ্ঞা জারি করা নিয়ে ব্রিটেনের তরফে মোট ২১ জনের একটি তালিকা তৈরি করে প্রকাশ করা হয়েছে। সেখানে দাউদ ইব্রাহিমের নাম ও পাকিস্তানি ঠিকানা রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারত বারবার দাবি করে এসেছে যে পাকিস্তানেই দশকের পর দশক ধরে লুকিয়ে রয়েছে ১৯৯৩ সালের মুম্বই হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম। সেই দাবি পাকিস্তান কোনওদিনই মানেনি। প্রমাণ দেওয়ার পরও স্বীকার করেনি। এবার সেই একই দাবির স্বপক্ষে প্রমাণ দিল ইংল্যান্ডও।

আর্থিক নিষেধাজ্ঞা জারি করা নিয়ে ব্রিটেনের তরফে মোট ২১ জনের একটি তালিকা তৈরি করে প্রকাশ করা হয়েছে। সেখানে দাউদ ইব্রাহিমের নাম ও পাকিস্তানি ঠিকানা রয়েছে। পাকিস্তানে দাউদের মোট তিনটি ঠিকানার কথা উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানেই দাউদ, তিনটি ঠিকানা প্রকাশ করে নিশ্চিত করল ব্রিটেন

কসকর দাউদ ইব্রাহিমের ঠিকানাগুলি হল- হাউস নম্বর ৩৭, ৩০ নম্বর স্ট্রিট, ডিফেন্স হাউজিং অথোরিটি, করাচি, নুরাবাদ, করাচি ও হোয়াইট হাউস, করাচি ক্লিফটনে সৌদি মসজিদের সামনে। এছাড়া চতুর্থ আর একটি ঠিকানা রেকর্ডসে ছিল যা হল - হাউস নম্বর ২৯, মারগাল্লা রোড, এফ ৬/২ স্ট্রিট নম্বর ২২, করাচি, পাকিস্তান।

প্রসঙ্গত দাউদ মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী। তার জন্ম মহারাষ্ট্রের রত্নাগিরির খের এলাকায়। ব্রিটেনের তালিকাতেও তাকে ভারতীয় নাগরিক হিসাবেই চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় দাউদের আরও ২১টি নাম তুলে ধরা হয়েছে।

English summary
Dawood Ibrahim on United Kingdom's asset freeze list with 3 Pakitani adresses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X