For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরি পেতে ইন্টারভিউ-এ পড়তে হবে বিকিনি, চেক প্রজাতন্ত্রে আজব বিজ্ঞাপনে সমালোচনার ঝড়

চেক প্রজাতন্ত্রের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

চেক প্রজাতন্ত্রের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। কারণ সেখানে ইনটার্নদের কাজে নিয়ে বিকিনি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যে ছবি ফেসবুকে আসার পরই ভাইরাল হয়ে যায় ও সমালোচনার ঝড় ওঠে।

চেক কোম্পানি সিইজেড গোষ্ঠী টেমলিন পাওয়ার স্টেশনের মালিক। তাঁরাই নিজেদের ফেসবুক পেজে কাজ শিখতে আসা দশজন হাইস্কুল গ্র্যাজুয়েট ইনটার্নদের বিকিনি পরা ছবি পোস্ট করেছে।

ইনটার্ন রিক্রুট করতে যা করল চেক কোম্পানি তা ভাবতেও পারবেন না

ফেসবুক পোস্ট অনুযায়ী এই প্রতিযোগিতার বিজয়িনী 'মিস এনার্জি ২০১৭' হবেন। এবং তাঁকে দুই সপ্তাহের ইনটার্নশিপ করতে দেওয়া হবে। যদিও এই ঘটনার পরই কোম্পানির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইনটার্ন রিক্রুট করতে যা করল চেক কোম্পানি তা ভাবতেও পারবেন না

কীভাবে খোলা পোশাক পরিয়ে তা দিয়ে বিচার করে ইনটার্নশিপ দেওয়া যেতে পারে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। পরে সিইজেড গোষ্ঠীর তরফে ক্ষমা চাওয়া হয়েছে। এবং জানানো হয়েছে, প্রত্যেককেই ইনটার্নশিপ অফার করা হয়েছে।

English summary
Czech company slammed for hosting bikini contest to recruit interns
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X