For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৪ বছর একসঙ্গে সংসার করে একইদিনে মারা গেলেন এক দম্পতি!

বলা হয় বিয়ের পরে আত্মার মিলন হয়। দুটি প্রাণ মিলেমিশে একাকার হয়ে যায়। ঠিক তেমনটাই যেন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক দম্পতির সঙ্গে। ৭৪ বছরের বিবাহিত জীবন কাটানোর পরে একইদিনে দুজনে গত হয়েছেন।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বলা হয় বিয়ের পরে আত্মার মিলন হয়। দুটি প্রাণ মিলেমিশে একাকার হয়ে যায়। ঠিক তেমনটাই যেন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক দম্পতির সঙ্গে। ৭৪ বছরের বিবাহিত জীবন কাটানোর পরে একইদিনে দুজনে মারা করেছেন। ['স্কাইডাইভ' দিয়ে জন্মদিন পালন ৯৫ বছরের বৃদ্ধার!]

লিওনার্ড চেরি (৯৫) ও তাঁর স্ত্রী হ্যাজেল চেরি (৯৩) মাত্র ঘণ্টা কয়েকের ব্যবধানে গত অক্টোবর ২৭ প্রয়াত হয়েছেন। লিওনার্ড চেরি ঘটনার দিন দুপুর ১ টায় মারা গিয়েছেন। সেদিনই রাত ১১টা নাগাদ তাঁর স্ত্রী হ্যাজেল মারা যান। [ইতালির এই গ্রামে প্রতি ৩ জনে ১ জন মানুষ শতায়ু!]

৭৪ বছর একসঙ্গে সংসার করে একইদিনে মারা গেলেন এক দম্পতি!

পরিবার সূত্রে জানা গিয়েছে, তারা দম্পতির মৃত্যুতে শোকাহত হলেও ভগবানের কাছে কৃতজ্ঞ। জানাচ্ছেন, ১৯৪২ সালে দুজনের বিয়ে হলেও স্কুলজীবন থেকেই দুজনের প্রেম শুরু হয়। তাই একজন চলে যাওয়ার পরে আর একজন বেঁচে থাকলে একাকী বেঁচে থাকতে হতো। তার বদলে ঈশ্বর দুজনকে একসঙ্গে নিয়ে নেওয়ার একাকীত্বে কাউকে ভুগতে হবে না। [১০১ বছর বয়সে কর্মজীবনে অবসর এক বৃদ্ধের]

লিওনার্ড ও হ্যাজেলের পুত্র জানান, বাবা বেশ কিছুদিন ধরে ভুগছিলেন। তাঁর বেদনা সাঙ্গ হয়েছে সেটার জন্য ভালো মনে হচ্ছে। আর তাছাড়া মা-ও বাবার সঙ্গে চলে গিয়েছেন, সেটাও আমাকে শান্তি দিয়েছে। নাহলে তাঁকে একা থাকতে হতো। [টিউমার ভেবে অপারেশন, বৃদ্ধার যোনি থেকে বেরল 'প্লাস্টিকের বল'!]

তবে লিওনার্ড অসুস্থতার কারণে মারা গেলেও হ্যাজেল কী কারণে মারা গিয়েছেন তা স্পষ্ট নয়। তিনি সুস্থই ছিলেন। দিদা-দাদুর এভাবে একইসঙ্গে মারা যাওয়া দেখে নাতি বলছেন, দুজনের মধ্যে খুব গভীর সম্পর্ক ছিল। দুজনে দুজনকে খুব ভালোবাসত। আর তাই দুজনে একসঙ্গে ইহলোকের মায়া কাটিয়ে চলে গেল।

English summary
Couple married for 74 years die on same day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X