For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথিবীতে এই প্রথম : তিনজন পুরুষ একে অপরকে আইন মেনে বিয়ে করলেন

ত্রয়ী পরিবার এখন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রধান আকর্ষণ। কারণ এদেশে তিনজন সমকামী পুরুষ আইন মেনে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

তিনজন সমকামী পুরুষ আইন মেনে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই নতুন ত্রয়ী পরিবার এখন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রধান আকর্ষণ। এদেশে গতবছরই সমলিঙ্গ বিবাহ আইনসিদ্ধ হয়েছে।

বিবাহের পর কলম্বিয়া সংবাদমাধ্যমে তাদের মধ্যেই একজন বলেছেন, আমাদের সংসার ও অধিকারকে আইনি বৈধতা দিতে চেয়েছিলাম। আর সেজন্যই তিনজনে মিলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।

পৃথিবীতে এই প্রথম: তিনজন পুরুষ একে অপরকে আইন মেনে বিয়ে করলেন

এর মধ্যে একজন পেশায় অভিনেতা। নাম উগো প্রাদা। তিনি জানিয়েছেন, তাঁর বাকী দুই পার্টনারের একজন স্পোর্টস ইনস্ট্রাক্টর জন আলেহান্দ্রো রডরিগেজ ও অন্যজন সাংবাদিক ম্যানুয়েল হোসে বারমুদেস।

এরা তিনজনে মিলে মেদেইন শহরে সলিসিটরের সাহায্য নিয়ে বিয়ে করে সংসার গড়েছেন। কলম্বিয়ায় এই ঘটনা প্রথম বলেও তাঁরা দাবি করেছেন। পাশাপাশি সারা বিশ্বে আর কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যেখানে তিনজন একসঙ্গে বিয়ে করে সংসার পেতেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিল মাসে কলম্বিয়া সমলিঙ্গ বিয়েকে আইনত বৈধতা দেয়। আর্জেন্তিনা, ব্রাজিল, উরুগুয়ের পর চতুর্থ দক্ষিণ আমেরিকান দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেয় কলম্বিয়া।

English summary
Colombia’s first three-man marriage legally recognized
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X