For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলম্বিয়ায় বন্যা ও ধসে ২০৬ জনের মৃত্যু, আহত বহু

কলম্বিয়ায় নদীর জল বেড়ে গিয়ে বন্যা ও ধসে অন্তত ২০৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলে।

  • |
Google Oneindia Bengali News

বোগোতা, ২ এপ্রিল : কলম্বিয়ায় নদীর জল বেড়ে গিয়ে বন্যা ও ধসে অন্তত ২০৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলে।

জানা গিয়েছে, বেশ কয়েক ঘণ্টার টানা বৃষ্টির পরে নদী ফুলে-ফেঁপে উঠে দু-কুল ভাসিয়ে দেয়। পুতুমায়ো প্রদেশে বাড়িঘর মাটি ও কাদায় চাপা পড়ে যায়। রেড ক্রসের হিসাবে অন্তত ২২০ জন মানুষ এই ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। আরও ২০২ জন মানুষ আহত হয়েছেন।

কলম্বিয়ায় বন্যা ও ধসে ২০৬ জনের মৃত্যু, আহত বহু

কলম্বিয়ার প্রেসিডেন্ট খুয়ান ম্যানুয়েল স্যান্তোস নিজে ঘটনাস্থলে গিয়েছেন এবং বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে কলম্বিয়ার এই এলাকায় জরুরি অবস্থাও জারি হয়েছে।

সংবাদসংস্থা রয়টার জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে ১১০০ জন সেনা ও পুলিশ অফিসার উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। স্থানীয় হাসপাতাল আহতদের চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। উদ্ধারকারী দল জানিয়েছে, খারাপ আবহাওয়ার জন্য পরিস্থিতি সামলানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তা ভেসে গিয়েছে, ব্রিজ ভেঙে পড়েছে। তার মধ্যেও উদ্ধারকার্য চালিয়ে যাওয়া হচ্ছে।

English summary
Colombia landslides: Over 200 die in Putumayo floods
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X