For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

র‍্যানসমওয়্যার ভাইরাস কি ছড়িয়েছে উত্তর কোরিয়া ?

ভাইরাস ছড়ানোয়,উত্তর কোরিয়ার হাত থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। র‍্যানসমওয়্যার ভাইরাসের হানায় এই মূহুর্তে জেরবার বিশ্বের প্রায় ১৫০ টি দেশ।

  • |
Google Oneindia Bengali News

র‍্যানসমওয়্যার ভাইরাসের হানায় এই মূহুর্তে জেরবার বিশ্বের প্রায় ১৫০ টি দেশ। এর হাত থেকে রক্ষা পায়নি ভারতও। কেরল,পশ্চিমবঙ্গ ও গুজরাত সরকারের বিভিন্ন দফতরগুলির কম্পিউটারে এই ভাইরাস ঢুকে তথ্য চুরি করছে, বলে অভিযোগ।

এই ভাইরাস ছড়ানোয়, উত্তর কোরিয়ার হাত থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ভাইরাসের কোডের একটি অংশের সূত্র ধরে সাইবার সিকিউরিটি গবেষকরা নিরীক্ষণ করেছেন। সেই নিরীক্ষণ থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে ঘটনার নেপথ্যে উত্তর কোরিয়া রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও এই খবরের সত্যতা নিয়ে বহু প্রশ্ন থেকে যাচ্ছে।

র‍্যানসমওয়্যার ভাইরাস কী ছড়িয়েছে উত্তর কোরিয়া ?

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির পরামর্শদাতা থমাস বোসার্ট জানিয়েছেন, এই ভাইরাসের উৎস খুঁজতে রীতিমতো তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন হ্যাকিং সংক্রান্ত মার্কিন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত গত শুক্রবার থেকে এই র‍্যানসমওয়্যার ভাইরাসের হামলায় জেরবার বহু দেশ। এর ফলে কম্পিউটারের স্ক্রিন খুললেই দেখা যাচ্ছে মুক্তিপণ চেয়ে মেসেজ পাঠানো হয়েছে। তা না দিলে কম্পিউটার ঠিক হবে না বলে জানানো হচ্ছে। করা যাচ্ছেনা কোনও কাজ। অভিযোগ চুরি হচ্ছে গুরুত্বপূর্ণ নথিও।

English summary
Clues Point To Possible North Korean Involvement In Massive Cyberattack.Security researchers have found digital clues in the malware used in last weekend's global ransomware attack that might indicate North Korea is involved, although they caution the evidence is not conclusive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X