For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার শুধু রোদে দিলেই পরিষ্কার হবে নোংরা জামাকাপড়

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ মার্চ : সূর্যের আলোর নানা ব্যবহার নিয়ে বহু সময়ে নানা কথা হয়েছে। নানা উপায়ে সূর্যের আলোকে আমরা আমাদের জীবনধারণের জন্য ব্যবহার করে থাকি। তবে গবেষকরা সূর্যের আলো ব্যবহারের এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা শুনে চোখ কপালে উঠতে বাধ্য। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্যের আলোকে কাজে লাগিয়ে নোংরা অপরিষ্কার জামাকাপড় পরিষ্কার ও জীবাণুমুক্ত করা সম্ভব খুব সহজেই। এর জন্য আলাদা করে আপনাকে জামাকাপড় সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাচতে হবে না। [ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা]

এবার শুধু রোদে দিলেই পরিষ্কার হবে নোংরা জামাকাপড়

অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষেকরা এমন এক ধরনের কাপড় তৈরি করেছেন যাতে লেগে থাকা ময়লা বা অন্য কোনও উপাদান সূর্যের আলোর সংস্পর্শে এলে আলাদা হয়ে যাবে। [এবার আপনার পোশাক হয়ে উঠবে টাচ স্ক্রিন!]

শুধু সূর্যের আলো নয়, লাইট বাল্বের সামনে ধরলেও অপরিষ্কার জামাকাপড়ের ময়লা সঙ্গে সঙ্গে দূর করা যাবে বলেও দাবি করেছেন গবেষকেরা। এই উদ্ভাবন অ্যাগ্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস সহ একাধিক শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও দাবি করা হয়েছে। [এই ১০টি কুসংষ্কার মেনে চলে অধিকাংশ ভারতীয়]

নতুন তৈরি কাপড়টিতে ত্রিমাত্রিক গঠন রয়েছে। ফলে সবদিক দিয়েই সূর্যের আলো শোষণ করে জামাকাপড়কে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে পারবে এটি। ফলে নোংরা হলেই জামাকাপড় ভিজিয়ে রেখে কাচা, শুকোনোর মতো ঝুটঝামেলার কাজ থেকে আগামিদিনে মুক্তির পথ বেরল বলেই মনে করা হচ্ছে। তবে তা সাধারণ মানুষের ব্যবহারের যোগ্য কবে হবে তাই এখন দেখার বিষয়।

English summary
Clean your dirty clothes with sunlight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X