For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"চিনের কমিউনিস্ট পার্টি সদস্যরা সাহায্য করছে দলাই লামাকে"

দলাই লামাকে গোপনে অর্থ সরবরাহ করছে চিনের কমিউনিস্ট পার্টির কয়েকজন উচ্চপদাধিকারী কর্মী। এমনই চাঞ্চল্যকর তথ্যে রীতিমত নড়চড়ে বসেছে চিনের শাসক কমিউনিস্ট পার্টি।

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ২ মে : দলাই লামাকে গোপনে অর্থ সরবরাহ করছে চিনের কমিউনিস্ট পার্টির কয়েকজন উচ্চপদাধিকারী কর্মী। এমনই চাঞ্চল্যকর তথ্যে রীতিমত নড়চড়ে বসেছে চিনের শাসক কমিউনিস্ট পার্টি। গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য।

সূত্রের খবর, এই তথ্য উঠে এসেছে চিনের কমিউনিস্ট পার্টির তরফ থেকেই। জানানো হয়েছে, দলাই লামাকে চিনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদে মদত দিতেই এই উদ্যোগ নিয়েছে ওই চিনা কমিউনিস্ট পার্টির সদস্যরা। দলের তরফের এক তদন্তে এই তথ্য উঠে এসেছে।কমিউনিস্ট দলের নিয়মানুবর্তীতা সংক্রান্ত এক পর্যবেক্ষকও ঘটনার সত্যতা মেনে নিয়েছেন।

"চিনের কমিউনিস্ট পার্টি সদস্যরা সাহায্য করছে দলাই লামাকে"

প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। জানা গিয়েছে, চিনের ১৫ জন কমিউনিস্ট পার্টি সদস্য এর আগে বহু গোপন তথ্য সরবরাহ করেছে দলাই লামাকে। যদিও পার্টি এদের চিহ্নিত করতে পেরেছে বলে খবর। তবে এই সমস্ত সদস্যদের নাম বলা হয়নি পার্টির তরফে।

মনে করা হচ্ছে , দলীয় নিয়মানুবর্তিতা ও মূল্যবোধ থেকে সরে যাচ্ছেন চিনের কমিউনিস্ট পার্টির বহু সদস্য। এছাড়াও দলের তরফের অভিযোগ, দলীয় নীতিকে অনেকেই মেনে চলেছেন না। যার প্রভাব পড়ছে চীনের কমিউনিস্ট পার্টিতে।

English summary
In a rare disclosure, China's ruling Communist Party has said some of its officials were funding the Dalai Lama by donating money to him, undermining the fight against "separatist" forces.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X