For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চিনের প্রাচীরে ধাক্কা', এনএসজিতে ঢোকার রাস্তা আপাতত বন্ধ ভারতের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ জুন : এনএসজিতে (নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ) ঢুকতে প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী চিন। শেষপর্যন্ত সেই চিনের প্রাচীরেই ধাক্কা খেয়ে ফিরে আসতে হল ভারতকে। এবারের মতো আর এনএসজির সদস্যপদ হতে পারল না ভারত।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বসা প্লেনারি বৈঠক শেষে স্পষ্ট করে দেওয়া হল যে, ৪৮টি দেশের এনএসজি-তে ভারতের অন্তভূক্তি নিয়ে কোনও ঐক্যমতে পৌঁছনো যায়নি। আরও স্পষ্ট করে বললে, ভারতের জন্য এনএসজিতে ঢোকার কোনও শর্তের সঙ্গে আপোস করা হবে না।

'চিনের প্রাচীরে ধাক্কা', এনএসজিতে ঢোকার রাস্তা বন্ধ ভারতের

পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে সই না করেই এনএসজিতে ঢোকার বিষয়ে সওয়াল করেছিল ভারত। তাতে সায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, সুইৎজারল্যান্ড ও ফ্রান্স সহ বহু সদস্য দেশের। তবে প্রথম থেকেই এর বিরোধিতায় সুর চড়িয়েছিল চিন।

এনএসজিতে ঢুকতে গেলে কোনও শর্ত লঙ্ঘন করা যাবে না বলে আগেই জানিয়েছিল চিন। এমতাবস্থায় চিনের সাহায্য পেলে ভারতকে আর ভাবতে হতো না। তবে চিন বেঁকে বসার সঙ্গে সঙ্গে আরও কিছু দেশ ভারতের সদস্যপদের বিরোধিতা করে।

ফলে ৪৮টি দেশের মধ্যে ৩৮টি দেশের সমর্থন পেলেও ভারতের এনএসজি-র সদস্য হওয়া আপাতত এইবছরের মতো সম্ভব নয় বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এনএসজির সদস্যপদ পেতে গেলে নিয়মানুযায়ী সবকটি সদস্য দেশের সম্মতি প্রয়োজন। সকলের সম্মতি ছাড়া এনএসজি সদস্যপদ পাওয়া সম্ভব নয়। তাই এবারের মতো চিনের কাছেই আটকে গেল ভারত।

English summary
China shielded, This year no breakthrough for India in NSG club
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X