For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাসুদ আজহার ও এনএসজি প্রসঙ্গ এড়িয়েও ভারতের সঙ্গে বৈঠক ইতিবাচক , দাবি চিনের

ভারত-চিন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ইতিবাচক বলে জানিয়েছে চিন। বিভিন্ন ইস্যুতে দুপক্ষই একটি বোঝাপড়ার জায়গায় এসেছে বলে জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ২৪ ফেব্রুয়ারি : ভারত-চিন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ইতিবাচক বলে জানিয়েছে চিন। বিভিন্ন ইস্যুতে দুপক্ষই একটি বোঝাপড়ার জায়গায় এসেছে বলে জানানো হয়েছে। তবে জঙ্গি মাসুদ আজহার সমেত নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি-এর মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এড়িয়ে যায় চিন।

চিনের বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক এই আলোচনার উদ্দেশ্য সন্তুষ্টজনক। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ প্রমাণিত হয়েছে এই বৈঠক। বৃহস্পতিবার ভারতীয় বিদেশ সচিব এস জয়শঙ্করের সঙ্গে চিনা বিদেশ সচিব গেং শ্যুয়াং এর বৈঠকের পরই একথা জানায় চিন। এর আগে বেজিংয়ের দুদেশের মধ্যে কৌশলগত বিষয়ে আলোচনা হয়।

 মাসুদ প্রসঙ্গ এড়িয়েও ভারতের সঙ্গে বৈঠক ইতিবাচক , দাবি চিনের


চিনের দাবি, বৈঠক বন্ধুত্বপূর্ণ পরিবেশেই হয়েছে। দুই দেশ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ও সুসংহত মতামত বিনিময় করেছে । পাশপাশি বিভিন্ন বিষয়ে ঐক্যমতে পৌঁছানও গিয়েছে। শ্যুয়াং যোগ করেন, আন্তর্জাতিক পরিস্থিতি, দেশীয় ও বিদেশি নীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু,যেগুলিতে উভয়পক্ষের স্বার্থ জড়িত সেগুলির সবকিছুতেই ঐক্যমতে আসা গিয়েছে।

তবে কিছুদিন আগে জঙ্গি মাসুদ আজাহারকে রাষ্ট্রপুঞ্জের তরফে নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে ভারতের দাবির বিরোধিতা করে চিন। অন্যদিকে এনএসজি গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে বাধ সেধেছে চিন। এর ফলে বেজিংয়ের ওপর নয়াদিল্লি যে চরম ক্ষুব্ধ, তা গতকালের বৈঠকে চিনকে বুঝিয়ে দিয়েছে ভারত।

English summary
China said on Thursday that the strategic dialogue with India was of "positive significance" to ties as "extensive agreements" were reached but skirted any reference to the persisting differences over issues like India's Nuclear Suppliers Group (NSG) bid and efforts to get Jaish-e-Mohammed (JeM) chief Masood Azhar banned by the UN.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X