For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকাশপথে রেলযাত্রা : চিনে চালু হল 'স্কাই ট্রেন'

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেজিং, ১১ সেপ্টেম্বর : গণ প্রজাতন্ত্রী চিনে চালু হল 'স্কাই ট্রেন'। শনিবার চিনের নানজিং শহরে এই পরিষেবা শুরু হয়েছে। ফলে জার্মানি, জাপানের পরে এই প্রযুক্তির ব্যবহারকারী বিশ্বের তৃতীয় দেশ হল চিন। [ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে চিনের রাস্তায় নামছে 'ব্রিজ বাস']

সরকারি নিয়ন্ত্রিত চিনের সবচেয়ে বড় রোলিং স্টক নির্মাণকারী সংস্থা 'চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন' এই 'স্কাই ট্রেন' চালু করেছে। [বিশ্বের উচ্চতম ও দীর্ঘতম কাঁচের সেতুর উদ্বোধন হল চিনে, চলল এসইউভি গাড়ি]

আকাশপথে রেলযাত্রা : চিনে চালু হল 'স্কাই ট্রেন'

জানা গিয়েছে, ট্রেনটিতে ২টি কামরা রয়েছে। একসঙ্গে মোট ২০০ জন যাত্রী এতে চড়তে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, ট্রাম বা অন্যান্য এই ধরনের যানের চেয়ে এর তৈরির খরচ অনেক কম। এবং চলাচলের সময়ে বায়ু প্রতিরোধকারী ক্ষমতা এই ট্রেনের অনেক বেশি। [পৃথিবীর গভীরতম 'সিঙ্কহোল'-এর খোঁজ মিলল দক্ষিণ চিন সাগরে!]

বেজিং বিশ্ববিদ্যালয়ের গবেষক য়ু ঝাওহং জানিয়েছেন, এই ট্রেন ও তার জন্য আকাশপথে লাইন তৈরি করতে খুব কম সময় লাগে। মাত্র কয়েক মাসেই অনেক কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলা যায়। [৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!]

এই ট্রেনগুলি ব্যাটারির সাহায্য চলে। মোট ৪ ঘণ্টা একটানা চালানো যেতে পারে এটিকে। এবং স্টেশনে দাঁড়ালে ব্যাটারি তৎক্ষণাৎ চার্জ দেওয়া সম্ভব। পুরো ব্যাটারি চার্জ হতে সময় লাগে মাত্র ২ মিনিট।

আগামী বছরের মধ্যেই চিনের বিভিন্ন দ্রষ্টব্য স্থানে এই 'স্কাই ট্রেন' ব্যবহার করে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলা হবে বলে জানানো হয়েছে।

English summary
China Rolls Out Its First Sky Train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X