For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ চিন সাগরে এবার 'বালির প্রাচীর' তৈরি করছে চিন

  • |
Google Oneindia Bengali News

ইট পাথর দিয়ে প্রাচীর বানিয়েই ক্ষান্ত হয়নি গণপ্রজাতন্ত্রী চিন। এবার বালি দিয়ে দক্ষিণ চিন সাগরে প্রাচীর তৈরি করতে উদ্যোগী হয়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র।

ওয়াকিবহাল মহলের মতে, তবে এর পিছনে রয়েছে গভীর কূটনৈতিক চাল। মার্কিন নৌবাহিনীর কম্যান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস গতকাল রাতে অস্ট্রেলিয়ায় এই তথ্য পেশ করতে গিয়ে জানিয়েছেন, গত একমাস ধরে এই কাজ চলছে এবং দক্ষিণ চিন সাগরের উপর চিন ইতিমধ্যেই ৪ বর্গ কিলোমিটার বালির প্রাচীর তৈরি করে ফেলেছে। ঠিক কী করতে চলেছে তারা তা বোঝা যাচ্ছে না। চিনের এই পদক্ষেপ আগামিদিনে ওই অঞ্চলে অস্থিরতা তারি করতে পারে বলেও জানিয়েছেন ওই মার্কিন নৌ কম্যান্ডার।

দক্ষিণ চিন সাগরে এবার 'বালির প্রাচীর' তৈরি করছে চিন


দক্ষিণ চিন সাগরের অধিকার নিয়ে ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপিন্সের সঙ্গে বিরোধ রয়েছে চিনের। এবিষয়ে চিনের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগও জানিয়ে মামলাও করেছে ফিলিপিন্স। তবে চিন সেইসবকিছুকে পরোয়া না করে মামলায় ভাগ নিতে অস্বীকার করে এই পদক্ষেপ করেছে বলে অভিযোগ উঠছে।

চিনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, দ্বীপটিকে মানুষের বসবাসের উপযোগী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

English summary
China building 'great wall of sand' in South China Sea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X