For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাসেলসে তিনটি বিস্ফোরণে মৃত ২৮, ঘটনায় উচ্ছ্বসিত হয়ে টুইট আইএসের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ব্রাসেলস, ২২ মার্চ : বেলজিয়ামের ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে জঙ্গি বিস্ফোরণে এখনও পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। বিমানবন্দরে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আর একটি বিস্ফোরণ হয়েছে মেট্রো স্টেশনে। জঙ্গি হামলার আশঙ্কায় সারা দেশ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। [জঙ্গি হানায় ফের রক্তাক্ত প্যারিস, মৃত ১২৯]

এদিন স্থানীয় সময় সকালে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জঙ্গিগোষ্ঠী আইএসআইএস টুইটারে এই হামলার জন্য তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছে। [প্যারিসে জঙ্গি হামলা সম্পর্কে যে তথ্যগুলি জানা প্রয়োজন]

ব্রাসেলস বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ, ত্রস্ত বেলজিয়াম

সকালে বিমানবন্দরে ঢোকার সময়ে যাত্রীদের ভিড় ছিল। সেই সময়ে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনায় মোট ১৩ জন মারা গিয়েছেন। বাকী ১৫ জন মেট্রো স্টেশনে মারা গিয়েছেন বলে আপাতত খবর পাওয়া গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, মার্কিন বিমানে চেক ইনের জায়গায় এই বিস্ফোরণগুলি ঘটানো হয়েছে। বিস্ফোরণে বিমানবন্দরের বহু জানলার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। বিস্ফোরণে অভিযুক্তেরা গুলি চালানোর সময়ে আরবি ভাষায় চিৎকার করে কিছু বলছিল।

ঘটনার পরই সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরের দিকে যেসকল বিমান ছাড়ার কথা ছিল তার যাত্রীদেরও বিমানবন্দরে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দু'দিন আগেই এই ব্রাসেলস থেকে প্যারিস জঙ্গি হামলার মূল চক্রী সালাহ আব্দেসালামকে গ্রেফতার করা হয়েছে। গতবছরের ১৩ নভেম্বর প্যারিসে হামলা চালিয়ে এই জঙ্গিরা ১৩০ জনের বেশি মানুষকে হত্যা করে।

English summary
Brussels airport rocked by two explosions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X