For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের জন্য ইউরোপিয় ইউনিয়নের দরজা এখনও খোলা, বলছে ফ্রান্স ও জার্মানি

ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেছেন, ব্রিটেনের জন্য ইউরোপিয় ইউনিয়নের দরজা এখনও খোলা। এর আগে জার্মানির অর্থমন্ত্রী উলফগাঙ শ্যাবলেও একই ধরনের মন্তব্য করেন।

  • By Bbc Bengali

ফরাসী প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী
EPA
ফরাসী প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেছেন, ব্রিটেনের জন্য ইউরোপিয় ইউনিয়নের দরজা এখনও খোলা। ব্রেক্সিট আলোচনা শেষ হবার আগ পর্যন্তই ব্রিটেনের হাতে সে সুযোগ থাকবে বলে মন্তব্য করেছেন মি. ম্যাক্রন।

প্যারিসে সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেজা মে'র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মি. ম্যাক্রন বলেন, "ব্রিটিশ জনগণ ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু ব্রেক্সিট আলোচনা শেষ হবার আগেই প্রয়োজনে সেটি 'রদ' করা যেতে পারে।"

তবে, ব্রিটিশ জনগণের সিদ্ধান্তের প্রতি তার সম্মান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

যদিও ব্রেক্সিট সংশোধন নিয়ে কোনো চিন্তাভাবনা করলে দ্রুতই শেষ করার তাগিদ দেন মি. ম্যাক্রন।

কেননা একবার ব্রেক্সিট আলোচনা শুরু হয়ে গেলে, সংশোধনের চিন্তা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

মি: ম্যাক্রনের এমন বক্তব্যের জবাবে টেরেজা মে বলেছেন সামনের সপ্তাহে যথাসময়ে ব্রেক্সিট আলোচনা শুরু হবে এবং এ নিয়ে কোনো দেরি হবে না।

সংবাদ সম্মেলন শেষে দুই নেতা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে যান। ম্যাচের শুরুতে দুই দেশে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার শিক্র ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফরাসী প্রেসিডেন্টের আগে জার্মানীর অর্থমন্ত্রী উলফগাঙ শ্যাবলেও একই ধরনের মন্তব্য করেন।

ব্লুমবার্গ টেলিভিশনে দেয়া এক বক্তব্যে উলফগাঙ শ্যাবলে বলেন, ব্রিটেন যদি বেক্সিট নিয়ে নিজেদের সিদ্ধান্ত বদলাতে চায়, তাহলে তাদের জন্য দরজা খোলাই আছে।

আরো পড়ুন:

লন্ডনে বহুতল ভবনে ভয়াবহ আগুন

বাংলাদেশে পাহাড় ধসে নিহতের সংখ্যা এখন ১৩৫

'যদি বাজি লাগাতে হয় ইংল্যান্ডের ওপর লাগাতে হবে’

দুধ-সংকট কাটাতে বিমানে কাতার যাচ্ছে ৪০০০ গরু

English summary
Britain may enter again into European union France and germany are saying so
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X