For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউরোপীয়দের ব্রিটেনে থাকার পক্ষে ভোট

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও, ব্রিটেনে বসবাসরত ত্রিশ লাখের বেশি ইউরোপীয়কে যুক্তরাজ্যে থাকতে দেবার পক্ষে ভোট দিয়েছে দেশটির উচ্চ-কক্ষ, হাউজ অব লর্ডস।

  • By Bbc Bengali

বলা হচ্ছে ইইউ ছাড়ার প্রক্রিয়ায় শুরুতেই হোঁচট খেল দেশটির সরকার
হাউজ অব লর্ডস
বলা হচ্ছে ইইউ ছাড়ার প্রক্রিয়ায় শুরুতেই হোঁচট খেল দেশটির সরকার

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও, ব্রিটেনে বসবাসরত ত্রিশ লাখের বেশি ইউরোপীয়কে যুক্তরাজ্যে থাকতে দেবার পক্ষে ভোট দিয়েছে দেশটির উচ্চ-কক্ষ, হাউজ অব লর্ডস।

ব্রেক্সিটের পর পার্লামেন্টে একটি বিল পাসের মাধ্যমে ইইউ ছাড়ার প্রক্রিয়ায় শুরুতেই হোঁচট খেল দেশটির সরকার।

প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, তিনি ব্রিটেনে থাকা ইউরোপীয়দের তিনি আশ্বস্ত করতে চান কিন্তু ইউরোপীয় দেশগুলোতে থাকা ব্রিটিশদেরও একইভাবে সেই সুরক্ষা পাওয়া উচিত।

ব্রিটেনে বসবাসকারী ইউরোপীয় নাগরিকদের সমর্থনে রয়েছে একটি গ্রুপ যার নাম 'দ্য থ্রি মিলিয়ন'।

এই গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা মেইকি বোন একজন জার্মান নাগরিক, থাকেন ব্রিষ্টলে।

ভবিষ্যতে ইউরোপের একক বাজার নিয়ে সম্ভাব্য দ্বন্দ্ব দেখা দিতে পারে
গেটি ইমেজেস
ভবিষ্যতে ইউরোপের একক বাজার নিয়ে সম্ভাব্য দ্বন্দ্ব দেখা দিতে পারে

পার্লামেন্টের এই ভোটকে স্বাগত জানিয়েছেন তিনি। তিনি বলছিলেন, ব্রেক্সিট হওয়ায় আমাদের পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছিল।

আমাদের অনেকের কয়েক যুগ আগে এখানে এসেছে, এখানেই আমরা বিয়ে-থা করেছি। ব্রিটেনের ভালোমন্দ নিয়ে আমাদের ভাবনা আছে, আমরা এখানে কাজকর্ম করি। অনেকেই নাগরিকও।

কিন্তু ব্রেক্সিটের ফলে আমাদের পরিচিতি হুমকির মুখে পড়েছে।

মিস বোন বলছেন, ইউরোপীয়দের মধ্যে যারা এই মূহুর্তে কাজ করছে না, বা স্থায়ী বসবাসের অনুমতিপত্র পায়নি, তারা আছেন চরম অনিশ্চয়তায়।

আর সেই কারণে হাউজ অব লর্ডসের সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন তিনি।

গত বছর জুনে এক গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। ব্রেক্সিট সিদ্ধান্ত কার্যকর করতে আগামী মাসে ইইউর লিসবন চুক্তির ৫০ ধারা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।

English summary
This article is designed to be an easy-to-understand guide to the UK's vote to leave the European Union. Though they are out of European Union, some Europeans can stay at Britain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X