For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আহত পুলিশকে বাঁচাতে 'বীর' মন্ত্রীর প্রচেষ্টা

লন্ডনে পার্লামেন্টর সামনে আততায়ীর ছুরিকাঘাতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তা পিসি কেইথ পালমার।

  • By Bbc Bengali

বিবিসি
PA
বিবিসি

লন্ডনে পার্লামেন্টর সামনে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় হামলাকারীকে প্রতিরোধ করতে গিয়ে ছুরিতে আহত হয়ে প্রাণ হারিছেন পুলিশ কর্মকর্তা পিসি কেইথ পালমার। তবে ওই মুহুর্তে তাকে বাঁচাতে ছুটে এসেছিলেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন মন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির এমপি টোবিয়াস এলউড।

তার এই ভুমিকার কারণে 'বীর' হিসেবে তাকে অভিহিত করছেন অনেকেই।

মি. এলউড একজন প্রাক্তণ সেনা কর্মকর্তা। ২০০২ সালে ইন্দোনেশিযার বালিতে বোমা হামলায় তার ভাইকে হারিয়েছেন তিনি। ছুরিকাঘাতে আহত মি. পালমারকে মুমূর্ষ অবস্থায় মুখে মুখ লাগয়ে বাতাস দেয়ার চেষ্টা করেন তিনি।

তার দীর্ঘদিনের বন্ধু এবং কনজারভেটিভ এমপি অ্যাডাম আফ্রিয়াই বিবিসিকে বেলন, পুলিশ যখন সবাইকে নিরাপদে সরে যেতে বলছিল, তা সত্ত্বেও মি এলউডকে ছুটে যেতে দেখেন তিনি।

মি এলউড যখন আহত পুলিশ কর্মকর্তার সাহায্য করছিলেন তখন তার রক্তমাখা হাত এবং মুখমন্ডল নজরে আসে।

বিবিসি
PA
বিবিসি

তার এ ভুমিকায় অন্যান্য সহকর্মীরাও প্রশংসা করে তাকে বীরের মর্যাদা দিয়েছেন।

টুইটারে কনজারভেটিভ দলের এমপি বেন হাওলেট বলেন, "টোবিয়াস এলউড আজ দুপুরে পুলিশ সদস্যকে সাহায্যের জন যা করেছেন তিনি প্রকৃত একজন নায়ক"।

লিবারেল ডেমোক্র্যাট নেতা টিম ফ্যারন বলেছেন, আজ টোবিয়াস সংসদ সদস্যদের জন্য সুনাম বয়ে আনলেন"।

English summary
Brave minister tries to help injured police .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X