For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত এক বছরে ২ হাজার মহিলাকে অপহরণ করেছে বোকো হারাম জঙ্গিরা, খুন করেছে সাড়ে ৫ হাজার মানুষকে

  • |
Google Oneindia Bengali News

লন্ডন, ১৬ এপ্রিল : পশ্চিম আফ্রিকার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের নৃশংসতা প্রকাশ পেয়েছে সদ্য প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্টে। সেখানে এই বিখ্যাত মানবাধিকার সংস্থা দাবি করেছে যে, গত এক বছরে অন্তত দু'হাজার নারীকে অপহরণ করেছে বোকো হারাম জঙ্গিরা।

রিপোর্টে জানানো হয়েছে, অপহৃত বেশিরভাগ মহিলা, যুবতী ও কিশোরীকে বলপূর্বক যৌনসম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হয়েছে। সেইসঙ্গে তাদের রান্না করানো ও যুদ্ধের জন্য আলাদা প্রশিক্ষণও দিয়েছে জঙ্গিরা। যারা এসব করতে অস্বীকার করেছে, তাদের মেরে ফেলা হয়েছে বলেও জানানো হয়েছে।

গত এক বছরে ২ হাজার মহিলাকে অপহরণ করেছে বোকো হারাম জঙ্গিরা, খুন করেছে সাড়ে ৫ হাজার মানুষকে


বোকো হারাম থেকে পালিয়ে বেরিয়ে আসা ব্যক্তিরা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেই এই বিষয়ে নব্বই পাতার রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

প্রসঙ্গত, গতবছরের ১৪ এপ্রিল ২১৯ জন নাইজেরীয় স্কুলছাত্রীকে অপহর করে বোকো হারাম জঙ্গিরা। সেখানকার চিবুক বলে ওকটি অঞ্চল থেকে তাদের অপহরণ করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে আরও জানানো হয়েছে, গত বছরে চার হাজার জনেরও বেশি মানুষকে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা। এমনকী এই বছরের মার্চ পর্যন্ত ১৫০০ জন সাধারণ মানুষ তাদের হাতে প্রাণ হারিয়েছে বলেও দাবি এই মানবাধিকার সংস্থার।

English summary
Boko Haram militants have kidnapped at least 2,000 girls and women since the last year, killed atleast 5500 people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X