For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, মৃত ৭, আহত ২০

পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে মারা গেলেন ৭ জন। ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তবে ঘটনার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

  • |
Google Oneindia Bengali News

লাহোর, ২৩ ফেব্রুয়ারি : পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে মারা গেলেন ৭ জন। ঘটনায় আহত হয়েছেন ২০ জন। লাহোরের এক বাজার এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে খবর। তবে ঘটনার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। কী থেকে বিস্ফোরণ ঘটল তা নিয়ে এখনও ধন্দে প্রশাসন।

এদিকে নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে ফেলেছে বলে জানা গিয়েছে। উদ্ধারের কাজ চলছে অপৎকালীন তৎপরতায়। ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে ফরেন্সিক টিম।

পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, মৃত ৭, আহত ২০

তবে পাকিস্তানি সংবাদমাধ্যমের সূ্ত্রে জানা গিয়েছে, একটি জেনারেটর বিস্ফোরণের ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে অন্যান্য নানা অসমর্থিত সূত্রের দাবি দুর্ঘটনা বোমা বিস্ফোরণের ফলেই ঘটেছে।

কিছুদিন আগেই পাকিস্তানের এক ধর্মীয় স্থানে বিস্ফোরণের ঘটনায় মারা যান বহু মানুষ। সে ঘটনার নেপথ্যে ছিল আইএস জঙ্গিরা। গত কয়েক সপ্তাহে পাকিস্তানে বিস্ফোরণে মারা গিয়েছেন ১৩০ জন। তবে আজকের ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি বলে জানা গিয়েছে।

English summary
A blast at a market in Pakistan’s eastern city of Lahore killed at least five people on Thursday and wounded 21, a rescue official told Reuters.The cause of the explosion was not immediately clear.Security forces cordoned off the area and people were not being allowed to leave or enter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X