For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার বছরের জন্য বন্ধ হচ্ছে 'বিগ বেন' এর ঘন্টাধ্বনি

আগামী চার বছর শোনা যাবে না 'বিগ বেন' এর ঘন্টাধ্বনি।

  • By Bbc Bengali

বিগ বেন
EPA
বিগ বেন

ব্রিটেনের হাউজ অব পার্লামেন্টের অন্যতম একটি অংশ 'বিগ বেন' এবং এর ঘন্টাধ্বনি। কিন্তু আজ সোমবার থেকে এই ঘন্টাধ্বনি বন্ধ হয়ে যাচ্ছে।

বিগ বেন টাওয়ারের সংস্কার কাজের জন্য আগামী ২০২১ সাল পর্যন্ত ঘড়িটি বন্ধ থাকবে। এর আগে 'বিগ বেন' এর ঘন্টাধ্বনি বাজবে না।

১৫৭ বছর ধরে প্রতি ঘন্টায় বিগ বেন-এর ঘন্টাধ্বনি বাজছে ।

আজ সোমবার দুপুরে শেষবারের মতো রানী এলিজাবেথ টাওয়ার থেকে ঘড়িটির ঘন্টাধ্বনি শোনা যাবে।

তবে যেমন নতুন বছরের সূচনার মতো গুরুত্বপূর্ণ দিনে বিগ বেনে'র ঘন্টা বাজানো হবে।

একদল এমপি পরিকল্পনা করেছেন -আজ শেষবার যখন ঘন্টাটি বাজবে তখন পার্লামেন্টের সামনে দাড়িয়ে মাথা নত করে এই ঐতিহ্যের প্রতি সম্মান জানাবেন তারা।

লেবার এমপি স্টিফেন পাউন্ড বলেছেন যে তিনি আশা করছেন অন্তত বিশ জন এমপি এতে যোগ দেবেন।

এদিকে হাউজ অব কমন্স বলছে- এত লম্বা সময় ধরে 'বিগ বেন' ঘড়ি বন্ধ থাকার বিষয়টি আবার বিবেচনা করে দেখা হবে।

‌এর আগে প্রধানমন্ত্রী টেরেজা মে বলেছিলেন "এত জনপ্রিয় ঘন্টাধ্বনি ২০২১ সাল পর্যন্ত বন্ধ রাখা ঠিক হবে না"। সময়ের বিষয়টা পর্যালোচনা করে দেখার অনুরোধ করেছিলেন মিস মে।

সংস্কার কাজের জন্য ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এবং ২০০৭ সালে সাময়িকভাবে 'বিগ বেন' ঘড়িটি বন্ধ ছিল।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ

প্রাপ্তবয়স্ক জীবনের প্রথম ধাপ, বেলফাস্টের নারীদের কথা

ইটালির রাস্তা পরিষ্কার করছে নাইজেরিয়ার অভিবাসীরা

বিগ বেন
Getty Images
বিগ বেন

English summary
Big Ben will be close for coming four years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X