For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দলগতভাবে খেললেই সফল হবে বাংলাদেশ'

শ্রীলঙ্কার সাথে টেস্টে দলগতভাবে খেলতে পারলে বাংলাদেশ জয় পাবে বলে আশাবাদী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে বহুদিন পর টেস্টে ফিরে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

  • By Bbc Bengali

বাংলাদেশ দলের অনুশীলন
Getty Images
বাংলাদেশ দলের অনুশীলন

শ্রীলঙ্কার সাথে টেস্টে দলগতভাবে খেলতে পারলে বাংলাদেশ জয় পাবে বলে আশাবাদী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

গলে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ দল।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজে বহুদিন পর টেস্টে ফিরে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে সর্বশেষ দুটি টেস্ট খেলেছিলেন তিনি।

অন্যদিকে অধিনায়ক মুশফিকুর রহিম খেলছেন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে। তার জায়গায় উইকেট কিপিং করবেন লিটন দাস।

উইকেট কিপিং থেকে সরিয়ে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে মুশফিকের খেলা বেশ আলোচিত হয়েছে সম্প্রতি। অধিনায়কত্ব, উইকেট কিপিং এবং ব্যাটিং তিনটি দায়িত্ব তার ওপর বেশি চাপ ফেলতে পারে এনিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

"আমার মনে হয় না এটা কোন সমস্যা। সাঙ্গাকারা, ম্যাককুলাম, ধোনি এরা সেটা করেছেন। কিন্তু আমার মনে হয় মুশফিকের ক্যারিয়ারটা দীর্ঘায়িত করার জন্য, ব্যাটিংয়ের দিকে বেশী কনসান্ট্রেট করার জন্য হয়তো একটু চাপ কমাতে একজন এক্সট্রা উইকেট কিপার নেয়া হয়েছে"। বলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং উইকেট কিপার খালেদ মাসুদ পাইলট।

গত ভারত টেস্ট থেকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন হয়েছে মুস্তাফিজুর রহমান এবং লিটন দাস ছাড়াও দলে এসেছেন শুভাশিষ রায়। বাদ পড়েছেন সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি এবং তাইজুল ইসলাম।

খালেদ মাসুদ বলেন, উইকেট যদি স্লো থাকে এবং বল ঘুরে তাহলে মুস্তাফিজ ভালো করতে পারে।

তার মতে, দলীয় শক্তির দিক থেকে বর্তমানে শ্রীলংকা এবং বাংলাদেশের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

"নিউজিল্যান্ড এবং ভারতে অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে ভালো করেছে, কিন্তু দলগতভাবে পারফর্ম করতে পারেনি। কিন্তু একটা দিনে যদি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি দিকেই ভালো করতে পারে তাহলেই সাকসেস আসবে"।

English summary
Bangladesh will be successful by playing as a team .Bangladesh is gearing up for Sri Lanka test series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X