For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢাকা সন্ত্রাস : জঙ্গি ভেবে এক নিরীহকে মেরে ফেলেছে পুলিশ, জানাল বাংলাদেশ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ৫ জুলাই : ঢাকার অদূরে গুলশনে অভিজাত রেস্তরাঁয় জঙ্গি হামলার ঘটনায় এক নিরীহ হোটেলকর্মী পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ প্রশাসন। [জঙ্গি হামলার চেয়েও এই বিষয়টি বেশি ভাবাচ্ছে বাংলাদেশকে]

শনিবারের ঘটনায় ২ পুলিশকর্মী সহ মোট ২২ জন মারা গিয়েছেন। এছাড়া মোট ৬ জঙ্গিও পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ দিয়েছে। জঙ্গি বাদে যেকজন মারা গিয়েছেন তার মধ্যে একজন যার নাম সইফুল ইসলাম চৌকিদার, তিনি ওই রেস্তরাঁয় কর্মচারী ছিলেন। তিনি পিৎজা তৈরি করতেন। [মৃত্যুর আগে ফোন করে কী বলেছিলেন তারিশি, জানাল শোকার্ত পরিবার]

ঢাকা সন্ত্রাস : জঙ্গি ভেবে এক নিরীহকে মেরে ফেলেছে পুলিশ!

ঢাকার এক উচ্চরপদস্থ পুলিশ আধিকারিক সইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ও যৌথ বাহিনী যখন বন্দিদের মুক্তির চেষ্টা চালাচ্ছিল, তখন অনিচ্ছাকৃতভাবে জঙ্গি সন্দেহে পুলিশের গুলিতে ওই রেস্তরাঁ কর্মী মারা গিয়েছেন। [বাংলাদেশে রেস্তরাঁয় হামলাকারী জঙ্গি 'আওয়ামী লিগ' নেতার ছেলে!]

এই ঘটনায় ৯ ইতালিয়, ৭ জাপানি, ৩ বাংলাদেশি ও ১ ভারতীয়র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। এছাড়া ২ পুলিশ আধিকারিকও নিহত হন। তবে পরে বাংলাদেশের পুলিশ খতিয়ে দেখে জানিয়েছে, এর মধ্যে একজন যিনি বাংলাদেশি এবং ওই রেস্তরাঁর কর্মী তিনি মারা গিয়েছেন। ['মুসলিম বাদে বাকীদের মারতে এসেছি', বন্দিদের জানায় জঙ্গিরা]

প্রসঙ্গত, বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনা আইএসআইএস জঙ্গি সংগঠন নিজেদের কীর্তি বলে দাবি করলেও শেখ হাসিনা সরকার জানিয়েছে, এই কাণ্ড স্থানীয় জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের কাজ। এর সঙ্গে বাইরের কোনও জঙ্গি সংগঠনের হাত নেই।

English summary
Bangladesh police have killed one hostage by mistake in cafe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X