For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজ পড়ে মৃতের সংখ্যা আটকাতে অভিনব উদ্যোগ বাংলাদেশে

বাজ পড়ে মৃতের সংখ্যা আটকাতে অভিনব উদ্যোগ নিল বাংলাদেশ সরকার। সেদেশে প্রতিবছর বহু মানুষ বাজ পড়ে মারা যায়। এই দুর্ঘটনা ঠেকাতে সারা দেশ জুড়ে ১০ লক্ষ গাছ পোঁতার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার।

  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ২৪ জানুয়ারি : বাজ পড়ে মৃতের সংখ্যা আটকাতে অভিনব উদ্যোগ নিল বাংলাদেশ সরকার। সেদেশে প্রতিবছর বহু মানুষ বাজ পড়ে মারা যায়। এই দুর্ঘটনা ঠেকাতে সারা দেশ জুড়ে ১০ লক্ষ গাছ পোঁতার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার।

গতবছরে বাজ পড়াকে প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করা হয়। ২০১৬ সালে বাংলাদেশে ২০০ জনের বেশি মানুষ বাজ পড়ে মারা যান। এর মধ্যে শুধুমাত্র মে মাসেই একদিনে বাজ পড়ে ৮২ জনের মৃত্যু হয়।

বাজ পড়ে মৃতের সংখ্যা আটকাতে অভিনব উদ্যোগ বাংলাদেশে

বিশেষজ্ঞদের মতে, সরকারি হিসাবের চেয়ে আসলে মৃতের সংখ্যাটা অনেকটাই বেশি। একটা সূত্র বলছে, ২০১৬ সালে বাংলাদেশে বাজ পড়ে মৃতের সংখ্যাটা ৩৪৯ জন। এর পাশাপাশি গ্রামীণ এলাকায় এমন অনেক বাজ পড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে যার কোনও রেকর্ড নেই।

এই ঘটনা কীভাবে থামানো যায় তা নিয়ে সেদেশের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরা বেশ কয়েকমাস ধরে কাজ করেছেন। এরপরই সারা দেশ জুড়ে ১০ লক্ষ গাছ পোঁতার পদক্ষেপ করা হয়েছে। এর পাশাপাশি আরও নানা পদক্ষেপ সরকারের তরফে করা হবে বলে জানা গিয়েছে।

সরকারি বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক শাহ কমল জানিয়েছেন, গ্রামীণ এলাকায় ইতিমধ্যে গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। এতে বাজ পড়ে মৃতের সংখ্যায় লাগাম পড়ানো যাবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন।

English summary
Bangladesh has begun planting one million palm trees nationwide to help prevent hundreds of people being killed by lightning strikes every year, a top official said Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X