For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতের লেখা ভালো না হলে আর প্রেসক্রিপশন লিখবেন না চিকিৎসকেরা!

সুন্দর হাতের লেখায় প্রেসক্রিপশন লিখতে হবে। প্রয়োজন ক্যাপিটাল লেটারে বানান লিখতে হবে যাতে রোগীকে ভুল করে কোনও ওষুধ না দিতে পারে দোকানদার।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ১১ জানুয়ারি : চিকিৎসকদের হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে বহু সময়ে নানা বিতর্ক কুণ্ডলী পাকিয়েছে। কেন তাঁরা এত বাজে হাতেল লেখা লেখেন তা নিয়ে নানা সময়ে হাসির চুটকিও তৈরি হয়েছে। তবে বিষয়টি যে অত্যন্ত সিরিয়াস তার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে বাংলাদেশের আদালত। তাই বাজে হাতের লেখা এড়াতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।[ডাক্তারদের দুর্বোধ্য হাতের লেখা উদ্ধার করতে ক্লান্ত? তোড় বের করেছে স্বাস্থ্য মন্ত্রক]

বলা হয়েছে, সুন্দর হাতের লেখায় প্রেসক্রিপশন লিখতে হবে। প্রয়োজন ক্যাপিটাল লেটারে বানান লিখতে হবে যাতে রোগীকে ভুল করে কোনও ওষুধ না দিতে পারে দোকানদার। বিজ্ঞপ্তি জারি করে একমাসের মধ্যে দেশের সমস্ত চিকিৎসককে এই বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের উচ্চ আদালত।[(ছবি) জেনে নিন হাতের লেখা দিয়ে শরীরের কোন কোন রোগ চেনা যায়]

হাতের লেখা ভালো না হলে আর প্রেসক্রিপশন লিখবেন না চিকিৎসকেরা!

বাংলাদেশের স্বাস্থ্যসচিব ও সেদেশের মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়া হয়েছে গোটা ঘটনা পর্যবেক্ষণ করে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।[আপনি কি জানেন বিয়ের সংখ্যা লেখা থাকে হাতেই?]

ঘটনা হল 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ' সংস্থা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে। বলা হয়, চিকিৎসকদের হাতের লেখার জন্য প্রেসক্রিপশন নিয়ে নানা সমস্যায় পড়তে হয় রোগীকে। এছাড়া প্রেসক্রিশনে যাতে ওষুধের জেনেরিক নাম লেখা হয় সেজন্যও আবেদন জানানো হয়।

চিকিৎসকদের একাংশ ও ওষুধ কোম্পানিগুলি মিলিতভাবে রোগীদের নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করা হয়। কারণ অনেক সময়ে সস্তা ওষুধ থাকা সত্ত্বেও দামী ওষুধের নাম লিখে রোগীকে সুস্থ করার নামে লুঠ চলছে। এসব সংক্রান্ত শুনানি শেষেই বাংলাদেশের আদালত এমন নির্দেশ দিয়েছে।

English summary
Taking exception to doctors sloppy handwriting, a top Bangladeshi court has ordered them to write easy-to-read prescriptions in block letters or type them to prevent wrong medicines being issued to patients.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X