For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিকিমের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উসকানির হুমকি চিনের, তিব্বতে চিনা সেনার মহড়া

সিকিম সীমান্তে চিনা আগ্রাসন একের পর এক পর্যায় পার করছে। বিষয়টি নিয়ে বেজিং এর পাশপাশি আগ্রাসী মনোভাব দেখাচ্ছে চিনের সংবাদমাধ্যমও।

  • |
Google Oneindia Bengali News

সিকিম সীমান্তে চিনা আগ্রাসন একের পর এক পর্যায় পার করছে। বিষয়টি নিয়ে বেজিং এর পাশপাশি আগ্রাসী মনোভাব দেখাচ্ছে চিনের সংবাদমাধ্যমও। তারা জানিয়েছে, যে ডোকলাম তরাই বিবাদ নিয়ে যদি ভারত নিজের অবস্থান থেকে সরে না আসে, তাহলে সিকিমের স্বাধীনতা পন্থী আবেদনকে সমর্থন জানাবে চিন।[আরও পড়ুন:ডোকলাম সমস্যা সমাধানে চিনের সঙ্গে কথা বলবেন এনএসএ প্রধান অজিত ডোভাল]

সংবাদমাধ্যমকে ব্যবহার করে চিন যখন ভারতকে কূটনৈতিক চাপে রাখার জন্য কোনও কসরতই বাদ দিচ্ছে না, তখনই দুদেশের মধ্যে ফের সুস্থির বাতাবরণ ফিরিয়ে আনতে জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা (NSA)অজিত ডোভাল যাচ্ছেন চিন সফরে। মনে করা হচ্ছে ডোভালের এই সফর ঘিরে আশাবাদী কেন্দ্রীয় সরকার। এদিকে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর আগে ভারতীয় সেনা সরানোর দাবি জানালেন ভারতে নিযুক্ত চিনের পলিটিক্যাল কাউন্সেলার লি ইয়া। তাঁর দাবি, চিনের ভূখণ্ডে ভারতীয় সেনাকে যে মোতায়েন করা হয়েছে, তা সরিয়ে নিতে হবে। যদিও এর আগেও ভারত সেনার অবস্থান সম্পর্কীয় চিমনের এই দাবিকে উড়িয়ে দিয়েছে।[আরও পড়ুন:নতুন কৌশলে বেজিং, ভারতে বসবাসকারী চিনাদের জন্য জারি হচ্ছে বিশেষ ঘোষণা]

সিকিমের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উসকানির হুমকি চিনের, তিব্বতে চিনা সেনার মহড়া

এদিকে, ভারত যখন সীমান্তে উত্তেজনা কমিয়ে ফের একবার সিকিম সীমান্তে শান্তি ফেরাতে উদ্যোগী তখনই চিনা সেনাকে 'হাই অলটিচিউড ড্রিল করতে দেখা গেল তিব্বতে । পাহাড়ের উঁচু অংশে গিয়ে মহড়ায় আপাতত ব্যস্ত চিনা সেনা। সেখানে মজুত করা হয়েছে আধুনিক যুদ্ধ ট্যাঙ্কও। দেখা গিয়েছে চিনের ৯৬ বি ট্যাঙ্ক প্রথমবারের জন্য মহড়ায় নিয়ে এসেছে চিন। এই মহডা়য় রয়ছে প্রাটয় ৫,১০০ চিনা সেনা। উল্লেখ্য, এর আগে বারত মহাসাগরেও চিনা সাবমেরিনকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। সবমিলিয়ে যুদ্ধের পরিস্থিতিকে বার বার উসকে দেওয়ার অভিযোগ উঠছে বেজিং এর বিরুদ্ধে।

English summary
'Back off border dispute or Beijing will support Sikkim's independence' says chinese media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X