For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবিশ্বাস্য : কবর দেওয়ার সময় কেঁদে উঠল মৃত সদ্যজাত

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ২৬ সেপটেম্বর : ডাক্তারের ঘোষণায় মৃত সদ্যজাত কবর দেওয়ার আগেই প্রাণ ফিরে পেল। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফরিদপুরে। বাংলাদেশ জেলা ক্রিকেট টিমের খেলোয়াড় নাজমুল হুদার স্ত্রী, নাজনিন আখতার বৃহস্পতিবার ফরিদপুরে একটি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের দু ঘন্টার মধ্যেই চিকিৎসকরা জানিয়ে দেন , মৃত্যু হয়েছে সদ্যোজাত কণ্যা সন্তানের। এই খবর শুনে শোকে ভেঙে পড়েন পরিবারের লোকজন । কিন্তু এরপরেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। [নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!]

ডাক্তারদের ঘোষনা মত মৃত কণ্যা সন্তানকে কবর দেওয়ার ব্যবস্থা করেছিল নাজমুল হুদার পরিবার। কিন্তু কবর দিতে যাওয়ার ঠিক শেষ মূহুর্তে মৃত কণ্যা সন্তান হঠাৎই কেঁদে ওঠে। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় উপস্থিত সকলেই। এরপর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। [(ছবি) কবর থেকে বের করে মৃত আত্মীয়ের "মেক-ওভার"! এটাই প্রথা এখানে!]

অবিশ্বাস্য : কবর দেওয়ার আগেই কেঁদে উঠল মৃত সদ্যজাত

ফরিদপুর হাসপাতালের চিকিৎসকরাও এই ঘটনা কিভাবে ঘটল তা বুঝে উঠতে পারেননি। এরপর শিশুটিকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে য়াওয়ার পরামর্শ দেন সেখানের ডাক্তারেরা। কিন্তু শিশুটির ব্যায়বহুল চিকিৎসা চালানোর অর্থ না থাকায় বিপাকে পড়ে পরিবারটি। অবশেষে সমস্যার সমাধান হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সাহায্যে। [২ বছরে ৩ জোড়া যমজ সন্তানের মা হলেন এক মহিলা]

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিটি শিশুটির চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন বলে জানান । বর্তামানে শিশুটি ঢাকা হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, শিশুটির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে সে। এই খবর ছড়িয়ে পড়তেই বহু সাধারণ মানুষ শিশুটির আরোগ্য কামনায় প্রার্থনা করেন এবং পরিবারের লোকেদের শুভেচ্ছাও জানান। [দেড় বছরের শিশুর ওজন ২২ কেজি! বিরল রোগ জানিয়েছেন চিকিৎসকেরা]

English summary
Baby cries out while being buried in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X