For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৪ বছরেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিষ্ময় বালকের কাহিনী অবাক করার মতো

১৪ বছর বয়সের ইয়াসা অ্যাসলে অঙ্কের অধ্যাপক। ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বকনিষ্ঠ। ১২ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়। এখন পিএইচডি করার চিন্তাভাবনা করছে ইয়াসা

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠ অধ্যাপক ইয়াসা অ্যাসলে। কনিষ্ঠ অধ্যাপক তো অনেক বিশ্ববিদ্যালয়েই থাকেন। কিন্তু ইয়াসার বয়স শুনলে চমকে যাবেন। বয়স বছর চোদ্দো। এই বয়স তো স্কুলে পড়ার। কিন্তু না ১৪ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে ইয়াসা। যে সে বিষয় নয়, একেবারে অঙ্ক করাচ্ছে বিশ্ববিদ্যালয়ে।

 ১৪ বছরেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিষ্ময় বালকের কাহিনী অবাক করার মতো

ইয়াসা অ্যাসলে নিজে বিশ্ববিদ্যালয়েরও ছাত্র। ইয়াসা প্রাইমারি স্কুল ছেড়েছে অনেকদিন আগেই। বিশ্ববিদ্যালয়ে যায় ২০১৪ সালে, মাত্র ১২ বছর বয়সে, অঙ্ক নিয়ে পড়তে।

এখন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ইয়াসা। পিএইচডি করার চিন্তা ভাবনা করছে সে। বছর খানেক আগে লিসেস্টার বিশ্ববিদ্যালয়ে অঙ্ক পড়ানোর সুযোগ পায় সে।

সম্ভবত এটাই তার জীবনের সব থেকে ভাল সময়। বিশ্ববিদ্যালয়ে যেতে খুব ভালই লাগে। আরও ভাল লাগে অন্য ছাত্রদের সাহায্য করতে। আর স্কুল ইউনিফর্ম পড়তে হচ্ছে না, সেটাও ভাল লাগছে। এমনটাই জানিয়েছে ইয়াসা অ্যাসলে।

অঙ্ক ভাল লাগে কেননা, ওটা একটা বিজ্ঞান। বিষয়টা তার কাছে খুব সহজ লাগে বলে এবং এনজয়েবল সাবজেক্ট। জানিয়েছে ইয়াসা অ্যাসলে । তার বাবাও তাকে নিয়ে গর্বিত।

English summary
At the age of 14, Yasha Asley becomes the youngest maths teacher in uk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X