For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে আদালত চত্বরে পরপর আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৪ , আহত ১২

ফের পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। এদিন চারসাড্ডায় আদালত চত্বরে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

  • |
Google Oneindia Bengali News

করাচি, ২১ ফেব্রুয়ারি : ফের পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। এদিন চারসাড্ডায় আদালত চত্বরে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

চারসাড্ডায় স্থানীয় টাঙ্গি বাজার এলাকায় আদালত চত্বরে জঙ্গিরা ঢুকে পড়ে হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।

পাকিস্তানে আদালত চত্বরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৪, আহত ১২

চারসাড্ডা পুলিশের ডিপিও সোহেল খালিদ জানিয়েছেন, আত্মঘাতী জঙ্গিরা আদালত চত্বরে ঢোকার চেষ্টা করে। তাদের মধ্যে ২ জনকে নিকেশ করে নিরাপত্তারক্ষীবাহিনী। তবে তার মধ্যেই আর এক আত্মঘাতী জঙ্গি নিজে আত্মঘাতী হয়েছে।

এই ঘটনার ফলে স্থানীয় হাসপাতালে সতর্কতা জারি হয়েছে। আইনজীবীদের উপরে হামলার উদ্দেশেই আত্মঘাতী জঙ্গিরা এসেছিল বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে।

প্রসঙ্গত, গতবছরের মার্চে এরকমই এক হামলায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হন। চারসাড্ডার শবকদর জেলায় স্থানীয় আদালতে সেবার হামলা চালিয়েছিল জঙ্গিরা।

এছাড়া গত বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধ প্রবেশের সেহওয়ান শহরের একটি দরগায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় আইএসআইএস জঙ্গি সংগঠন দায় স্বীকার হয়েছে।

English summary
At least four people were killed while 12 others were injured in three bomb blasts at a local court in Tangi bazaar of Charsadda on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X