For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারুদের স্তূপে পাকিস্তান : জঙ্গি সংগঠন গুলিকে মদত দিচ্ছে ধনী মাদ্রাসাগুলি

জঙ্গি গোষ্ঠীকে পুষে পাকিস্তান বড়সড় বারুদের স্তূপে পরিণত হয়েছে। বেলজিয়ামের ব্রাসেলসের সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের রিপোর্টে বিষয়টি নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে

  • |
Google Oneindia Bengali News
ইসলামাবাদ, ১৭ ফেব্রুয়ারি : পাকিস্তান যে সন্ত্রাসের আঁতুর ঘর, তা নিয়ে প্রমাণের পর প্রমাণ পেশ করা সত্ত্বেও তা মানতে নারাজ খোদ পাকিস্তান। এবার বেলজিয়ামের ব্রাসেলসের সংস্থা 'ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ' তাদের রিপোর্টে বিষয়টি নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। এদিকে প্যারিসে আসন্ন 'ফিনানসিয়্যাল অ্যাকশন টাস্ক ফোর্সের ' আন্তর্জাতিক বৈঠকে পাকিস্তানে জঙ্গি সংগঠন গুলিকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি উথ্থাপিত হতে চলেছে বলে খবর। যা নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর সমানে পর্যুদস্ত হতে চলেছে পাকিস্তান, বলে দাবি করেছে সূত্র। [জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়াকে পাকিস্তানের রাজনৈতিক দল হিসাবে গড়ার পরিকল্পনা]

এদিকে, 'ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ'-এর তরফে তাদের 'স্টকিং ফায়ার ইন করাচি' শীর্ষক রিপোর্টে বেশ কিছু তথ্যের মধ্যে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে চাঞ্চল্যকর বেশ কয়েকটি তথ্য পেশ করা হয়েছে। বলা হয়েছে, পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে ধনী মাদ্রাসা গুলির মদতে চলছে একর পর এক জঙ্গি সংগঠন। ক্রমেই পাকিস্তানের বিশাল অংশে জালের মতো বিছিয়ে থাকা জঙ্গি সংগঠন গুলি ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে লড়তে তৈরি করছে উঠতি জঙ্গিদের। যা পাকিস্তানের রাজানীতির একটি বড়সড় বিফলতা বলে দাবি করেছে এই সংস্থা।[পাকিস্তানে দরগায় আত্মঘাতী বিস্ফোরণ, হত অন্তত ১০০, দায় স্বীকার আইএসের]

বারুদের স্তূপে পাকিস্তান : জঙ্গি সংগঠন গুলিকে মদত দিচ্ছে ধনী মাদ্রাসাগুলি

পাকিস্তানের শিয়াধর্ম বিরোধী সংগঠন লস্কর-এ-জঙ্ঘবি, ছাড়াও জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদের মতো গোষ্ঠীকে চালায় মাদ্রাসা গুলি। গতকাল পাকিস্তানের সিন্ধে ধর্মীয় স্থানের কাছে আইএস জঙ্গিদের হামলায় শতাধিক মানুষের মৃত্যুর পরই এই তথ্য সামনে আনে 'ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ '।[কাশ্মীরে গ্রামের কিশোরদের নিয়ে জঙ্গি শিবির তৈরির ছক লস্করের]

রিপোর্টে বলা হয়েছে একের পর এক জঙ্গি গোষ্ঠীকে পুষে পাকিস্তান বড়সড় বারুদের স্তূপে পরিণত হয়েছে। রিপোর্টে জানানো হচ্ছে, পাকিস্তানে 'জিহাদের' নামে চলা জঙ্গি সংগঠন গুলি সুযোগ নিচ্ছে সেদেশের দারিদ্র,দুর্নীতির। আর তার ফলেই তাদের সংগঠনে উঠে আসছে হাজার হাজার সদস্য। এর সঙ্গে যোগ দিয়েছে সেদেশের জাতিগত বেশ কিছু সমস্যাও। উল্লেখ্য, এর আগে সিআইএ- এর এক আধিকারিক পাকিস্তানকে সবচেয়ে বিপদজনক দেশ বলে বর্ণনা করেন। সন্ত্রাস নিয়ে একাধিক আন্তর্জাতিক চাপে কোনঠাসা পাকিস্তান এরপর কোন রাস্তা হাঁটে সেটাই দেখার।

English summary
The largest city of Pakistan, Karachi is the heart of Anti-Shia Lashkar-e-Jhangvi and anti-India Lashkar-e-Taiba & Jaish-e-Mohammed jihadist groups and criminals that share links and enjoy much support from Karachi’s large, well-resourced Madrasas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X