For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশরে প্রাচীন রাজার বিশাল মূর্তি আবিষ্কার

মিশরের রাজধানী কায়রোর কাছে মাটি খুঁড়ে বিশালকায় একটি মূর্তির ধর ওঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মূর্তিটি অন্তত ৩০০০ বছর পুরোন। এটি রাজা দ্বিতীয় র‍্যামসেসের মূর্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।

  • By Bbc Bengali

মূর্তিটি এতটাই বড় যে এটি ওঠাতে ক্রেন এবং প্রায় এক ডজন মানুষের সাহায্য নিতে হয়।
AP
মূর্তিটি এতটাই বড় যে এটি ওঠাতে ক্রেন এবং প্রায় এক ডজন মানুষের সাহায্য নিতে হয়।

মিশরের প্রত্নতাত্ত্বিকরা নীল নদের তলদেশ থেকে ৩০০০ বছরের পুরনো একটি মূর্তি উদ্ধার করেছেন।

ধারনা করা হচ্ছে এটি মিশরের একজন রাজা বা ফেরো দ্বিতীয় র‍্যামসেসের মূর্তির দেহের অংশ।

মূর্তির মাথাটি গত সপ্তাহে একই জায়াগায় খুঁজে পাওয়া যায়।

কায়রোর সুক আল-খামিস মহল্লায় নদীরে কাছাকাছি জায়গায় খনন করে মূর্তিটি পাওয়া যায়।
EPA
কায়রোর সুক আল-খামিস মহল্লায় নদীরে কাছাকাছি জায়গায় খনন করে মূর্তিটি পাওয়া যায়।

রাজধানী কায়রোর কাছে প্রাচীন মিশরের রাজধানী হেলিওপোলিসের ধ্বংসাবশেষের জায়গায় এই মূর্তিটি খুঁজে পাওয়া যায়।

ফেরো দ্বিতীয় র‍্যামসেস মোট ৬০ বছর রাজত্ব করেছিলেন। সে সময় মিশরের নামডাক ছড়িয়ে পড়ে।

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, যদি প্রমাণিত হয় যে এটি রাজার আসল মূর্তি তবে তা হবে এক বিরাট ঘটনা।

প্রত্নতত্ত্ব বিভাগ বলছে, কায়রোর কেন্দ্রীয় যাদুঘরে মূর্তিটির অংশগুলো জোড়া লাগানো হবে।
Reuters
প্রত্নতত্ত্ব বিভাগ বলছে, কায়রোর কেন্দ্রীয় যাদুঘরে মূর্তিটির অংশগুলো জোড়া লাগানো হবে।
ফেরো দ্বিতীয় র‍্যামসেস মোট ৬০ বছর রাজত্ব করেছিলেন। সে সময় মিশরের নামডাক ছড়িয়ে পড়ে।
Reuters
ফেরো দ্বিতীয় র‍্যামসেস মোট ৬০ বছর রাজত্ব করেছিলেন। সে সময় মিশরের নামডাক ছড়িয়ে পড়ে।
খননের সময় আশেপাশের বাড়িঘর থেকে লোকজন তা দেখছেন।
Reuters
খননের সময় আশেপাশের বাড়িঘর থেকে লোকজন তা দেখছেন।
মিশরীয় এবং জার্মান প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ দল তিন টন ওজনের এই মূর্তিটি খুঁজে বের করে।
EPA
মিশরীয় এবং জার্মান প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ দল তিন টন ওজনের এই মূর্তিটি খুঁজে বের করে।

দ্বিতীয় র‍্যামসেসের কথিত মূর্তির মাথাটি গত সপ্তাহে পাওয়া যায়।
AP
দ্বিতীয় র‍্যামসেসের কথিত মূর্তির মাথাটি গত সপ্তাহে পাওয়া যায়।

English summary
Ancient statue of Egyptian king discovered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X