For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্বেতাঙ্গদের গালি দিয়ে ফেসবুকে নিষিদ্ধ মার্কিন র‍্যাপার

আমেরিকার র‍্যাপ সঙ্গীতশিল্পী লিল বি নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, শ্বেতাঙ্গরা বন্দুক ভালবাসে বলেই সে দেশে গান ভায়োলেন্স নিয়ে এত সমস্যা।

  • By Bbc Bengali

মার্কিন র‍্যাপার লিল বি
Getty Images
মার্কিন র‍্যাপার লিল বি

আমেরিকার র‍্যাপ সঙ্গীতশিল্পী লিল বি, যিনি সোশ্যাল মিডিয়াতে নিজের বিতর্কিত মতামত খোলাখুলি প্রকাশ করার জন্য পরিচিত - তাকে ফেসবুক এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

'হেইট স্পিচ' বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ব্যাপারের ফেসবুকের যে নীতি আছে, তা অনুসরণ করেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

এই সাসপেনশনের বিরুদ্ধে র‍্যাপার লিল বি ইতিমধ্যেই তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। তার ভক্তরাও টুইটারে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন।

কিন্তু ফেসবুকের বক্তব্য, তিনি এমন অনেক কিছু পোস্ট করেছিলেন যা তাদের হেইট স্পিচ সংক্রান্ত নীতিমালার পরিষ্কার লঙ্ঘন।

বিতর্কিত এই পোস্টগুলি ছিল আমেরিকার শ্বেতাঙ্গ মানুষজন ও বন্দুকজনিত সহিংসতা ('গান ভায়োলেন্স') নিয়ে।

রাজনৈতিক সংবাদ পরিবেশনকারী ওয়েবসাইট 'দ্য হিল' এই নিষিদ্ধ পোস্টগুলির মধ্যে দুটি পোস্ট প্রকাশ করেছে।

সেগুলো এরকম : "শ্বেতাঙ্গরাই একমাত্র নিজেদের বন্দুককে খুব ভালবাসে - ফলে বোঝাই যায় কারা সহিংস মানুষজন। আমি ভয়ে ভয়ে থাকি না - তাই আমার বন্দুকও লাগে না - লিল বি"।

দ্বিতীয় পোস্টটি ছিল : "শ্বেতাঙ্গরা এত ভিতু বলেই বন্দুক নিয়ে এত সমস্যা। ওরা যদি বন্দুক নামিয়ে রাখত তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হতাম। কিন্তু না, ওরা সহিংস - লিল বি"।

২০১৪ সালেও র‍্যাপার লিল বি-কে অনুরূপ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছিল।

আমাদের পেজে আরও পড়ুন :

ঢাকার পথেঘাটে, বিশেষ করে সন্ধ্যার পর নারী কতটা নিরাপদ?

রোহিঙ্গা সংকট: সশস্ত্র গোষ্ঠী 'আরসা'র সত্য অনুসন্ধানে বিবিসি

ভাইকিংদের শেষকৃত্যের পোশাকে কেন 'আল্লাহ' লেখা?

English summary
American rapper gets blocked in facebook.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X