For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিয়ায় আকাশ থেকে বোমা নিক্ষেপ স্কুলে, মৃত ২২ শিশু সহ মোট ৩৫ আম নাগরিক

রাষ্ট্রপুঞ্জের অধীনে শিশু নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্বে থাকা সংস্থা ইউনিসেফের তরফে জানানো হয়েছে, গত পাঁচ বছর ধরে চলা সিরিয়া যুদ্ধে এই প্রথমবার কোনও স্কুলে এত নিষ্ঠুরভাবে হামলা চলল।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

দামাস্কাস, ২৭ অক্টোবর : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সবচেয়ে ভয়ানক আক্রমণ শানানো হল আকাশপথে। বোমা ফেলা হল সিরিয়ায় উত্তরে ইদলিব প্রদেশের একটি স্কুলে। পরপর বিমান থেকে হামলা চালানোর ঘটনায় অন্তত ৩৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জন শিশু ও ৬ জন শিক্ষক রয়েছেন। [চাকরির সাইট দেখে কর্পোরেট কায়দায় ভারতে জঙ্গি নিয়োগ আইএস-এর]

রাষ্ট্রপুঞ্জের অধীনে শিশু নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্বে থাকা সংস্থা ইউনিসেফের তরফে জানানো হয়েছে, গত পাঁচ বছর ধরে চলা সিরিয়া যুদ্ধে এই প্রথমবার কোনও স্কুলে এত নিষ্ঠুরভাবে হামলা চলল। ইদলিব প্রদেশে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে গোটা স্কুলবাড়িটিই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। [অধ্যাপক থেকে কীভাবে জঙ্গি হয়ে উঠলেন আইএস প্রধান আল বাগদাদি]

সিরিয়ায় আকাশ থেকে বোমা নিক্ষেপ স্কুলে, মৃত ২২ শিশু সহ মোট ৩৫

ইউনিসেফের তরফে ঘটনার চরম নিন্দা করা হয়েছে। যদি ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটানো হয় তাহলে তা যুদ্ধপরাধ ছাড়া আর কিছুই নয়, স্পষ্ট জানিয়েছেন সংস্থার কার্যকরী সভাপতি অ্যান্টনি লেক। কবে বিশ্ব এই বর্বরতা থেকে বেরিয়ে আসতে পারবে, প্রশ্ন তুলেছেন তিনি। [আল আদনানির এই ঘোষণার পরই সারা বিশ্বে রমরমা আইএস জঙ্গিদের]

সিরিয়ার মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন, যে যুদ্ধবিমানটি এই হামলা চালিয়েছে তা হয় সিরিয়ার নিজের অথবা রাশিয়া সরকারের। ইদলিবের হাস গ্রামের এই স্কুলে মোট ৬টি হামলা চালানো হয়েছে বলে সেদেশের মানবাধিকার কর্মীরা দাবি করেছেন। [ভারতে স্লিপার সেল তৈরিতে ব্যস্ত আইএস জঙ্গিরা!]

জানা গিয়েছে, সে অঞ্চলে এই হামলা চলেছে সেই অঞ্চলের ক্ষমতা নিয়ন্ত্রণ করে বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা সিরিয়ার রাষ্ট্রপতি বাশার-আল-আসাদ বিরোধী। ফলে নিয়মিত এই এলাকায় আকাশপথে বোমা ফেলে সিরিয়া সরকার অথবা তার সহযোগী দেশ রাশিয়া। গত একবছর ধরে রাশিয়া এই বিষয়ে সিরিয়া সরকারকে মদত দিয়ে চলেছে।

সিরিয়ায় স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বলা হচ্ছে, স্থানীয় বিচ্ছিন্নতাবাদী শক্তি ও জঙ্গিদের শায়েস্তা করতেই হামলা চালিয়েছে সরকার, তবে তাতে কোনও স্কুলে হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়নি। রাষ্ট্রপুঞ্জেও রাশিয়ার প্রতিনিধি এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন ঘটনা ভয়াবহ উল্লেখ করে তিনি জানিয়েছেন, আশা করি এতে রাশিয়া যুক্ত নয়।

গত কয়েকবছর ধরে সিরিয়া ও পরে রাশিয়া মিলে সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদী এলাকাগুলিতে বোমা ফেলে চলেছে। রাষ্ট্রসংঘে এর তুমুল বিরোধিতাও হয়েছে। তবে বাশার-আল-আসাদ সরকারের বক্তব্য, সাধারণ মানুষ নয়, জঙ্গিরাই তাদের লক্ষ্য। তা সত্ত্বেও ২০১১ সাল থেকে চলা সিরিয়া যুদ্ধে কমপক্ষে ৪ লক্ষ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নিজের ভিটেমাটি ছাড়া হয়েছে।

English summary
Airstrikes Hit a Syrian School, Killing Dozens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X