For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টয়লেট পেপারের পরে এবার 'ট্রাম্প পেস্ট্রি' বিক্রি হচ্ছে স্পেনে?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মাদ্রিদ, ৯ জুন : রিপাবলিকান দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নামে 'টয়লেট পেপার' বের হওয়া নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়েছে মার্কিন মুলুক। চিনা কোম্পানি সেই টয়লেট পেপার বাজারে ছেড়েছে যা নিয়ে জোর চর্চা যুক্তরাষ্ট্রে। এরমধ্যেই খবর, এবার নাকি বাজারে বিক্রি হচ্ছে 'ট্রাম্প পেস্ট্রি'।

গুগলের ইঞ্জিনিয়ার ম্যাট কাটসের অন্তত দাবি তেমনই। তিনি সম্প্রতি স্পেনের সান সেবাস্তিয়ানে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে রাস্তায় একটি দোকানে তিনি পেস্ট্রি দেখতে পান। মাথায় হলুদ চূড়া বানানো পেস্ট্রিটি দেখেই তাঁর সবার প্রথমে ডোনাল্ড ট্রাম্পের কথাই মনে পড়ে।

টয়লেট পেপারের পরে এবার 'ট্রাম্প পেস্ট্রি' বিক্রি স্পেনে?

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মাথাও সোনালি চুলে মোড়া। পেস্ট্রিটিও অবিকল সেরকমই আকার নিয়েছে। আর তা দেখেই ২.২৮ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৩ টাকা) খরচ করে তিনি সেটি কিনে ফেলেন। অর্থাৎ ট্রাম্প পেস্ট্রির আবিষ্কর্তা গুগলের ইঞ্জিনিয়ার ম্যাটই।

তবে সেটি কিনে নাকি হতাশই হয়েছেন ম্যাট। একে তিনি ট্রাম্পের ভক্ত নন, তার উপরে পেস্ট্রিটিও স্বাদের দিক থেকে নাকি উচ্চমানের নয়। তবে বিষয়টি সবার নজরে আনতে এর ছবি তিনি সকলের সঙ্গে স্যোশাল সাইটে শেয়ার করেছেন।

ম্যাট কাটসের সেই টুইটটি

প্রসঙ্গত, এর আগে নানা ইস্যুতে চিনকে আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার কর্মসংস্থান চিন চুরি করে নিচ্ছে বলে মন্তব্য করেন। তারই প্রতিবাদে চিনের কয়েকটি কোম্পানি মিলে ট্রাম্পের মুখ দেওয়া টয়লেট পেপার আমেরিকার বাজারে ছেড়ে দেয়। সেটি মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়ও হয়েছে।

English summary
After 'Toilet Paper, now 'Donald Trump Pastry' comes out in market?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X