For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩৩ জনের মৃত্যু, আহত শতাধিক

  • |
Google Oneindia Bengali News

কাবুল, ১৮ এপ্রিল : আফগানিস্তানে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা শতাধিক।

এদিন আফগানিস্তানের পূর্বের শহর জালালাবাদে একটি ব্যাঙ্কের বাইরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি কর্মচারীরা বেতনের টাকা তুলতে স্থানীয় ওই ব্যাঙ্কে ভিড় জমান। সেখানেই এক আত্মঘাতী জঙ্গি এই ঘটনা ঘটায় বলে জানিয়েছেন সেখানকার পুলিশ প্রধান ফজল আহমেদ শেরজাদ।

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩৩ জনের মৃত্যু, আহত শতাধিক


তিনি বলেছেন, "এটি একটি আত্মঘাতী হামলা। তবে ওই জঙ্গি শরীরে বিস্ফোরক লাগিয়ে আত্মঘাতী হয়েছে নাকি সামনে গাড়ির মধ্যে কোথাও তা লুকিয়ে রেখেছিল তা তদন্ত করে দেখতে হবে।"

এর আগে নানা ঘটনার দায় স্বীকার করলেও এদিনের ঘটনার দায় অস্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন।

প্রসঙ্গত, ২০০১ সাল থেকেই আফগানিস্তানের ইসলামিক তালিবান গোষ্ঠীকে সরিয়ে ন্যাটোর সাহায্য নিয়ে আফগান সেনা এলাকা দখল করে শান্তি ফেরানোর চেষ্টা করছে। একসময় প্রায় দেড় লক্ষ সেনা আফগানিস্তানে টহল দিলেও এখন তা কমে কয়েক হাজারে দাঁড়িয়েছে।

English summary
Afghanistan suicide blast kills 33, injures more than 100
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X