For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই হামলায় অভিযুক্ত লখভি জামিনে মুক্ত, ক্ষুব্ধ ভারত

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি ও ইসলামাবাদ, ১৮ ডিসেম্বর: জামিন পেলেন মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত তথা লস্কর-ই-তৈবার কমান্ডার জাকিউর রহমান লখভি। বৃহস্পতিবার তাঁকে জামিন দেয় পাকিস্তানের সন্ত্রাসবাদ-বিরোধী আদালত। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

২০০৮ সালে মুম্বই হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল যাঁদের বিরুদ্ধে, তাঁদের অন্যতম হলেন লস্কর-ই-তৈবার কর্ণধার হাফিজ মহম্মদ সঈদ ও কমান্ডার জাকিউর রহমান লখভি। ভারতের চাপে তাঁদের গ্রেফতার করা হয়। হাফিজ সঈদকে কিছুদিন পরই ছেড়ে দেয় পাকিস্তান। এ বার লখভির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হল।

কক

পেশোয়ারের সামরিক স্কুলে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছিলেন, সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না। অথচ জাকিউর রহমান লখভি মুক্তি পেয়ে আবার ভারতের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হবে বলে আশঙ্কা। পাক প্রশাসনের দাবি, আদালত তাঁকে মুক্তি দিয়েছে। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই।

ভারতের পাল্টা প্রশ্ন, কেন লখভির বিরুদ্ধে তথ্যপ্রমাণ হাজির করতে পারল না সরকার? কেন তারা গড়িমসি করল? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "এ থেকে বোঝা যাচ্ছে যে, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের কোনও সদিচ্ছা নেই।"

English summary
Accused of Mumbai attack Zakiur Rahman Lakhvi got bail from court. Angry India reacted sharply.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X