For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসআইএস প্রধান বাগদাদি খতম, দাবি সিরিয়ার মানবাধিকার সংগঠনের

বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস-এর প্রধান, আবু বকর আল বাগদাদির মৃত্যু সংবাদ আবার উঠে এলো শিরোনামে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস-এর প্রধান, আবু বকর আল বাগদাদির মৃত্যু সংবাদ আবার উঠে এল শিরোনামে। এর আগেও বহুবার তার মৃত্যু নিয়ে নানা খবর অসমর্থিত সূত্রে পাওয়া গিয়েছিল। সাম্প্রতিককালে রাশিয়ার এক প্রতিরক্ষা সূত্র দাবি তোলা হয় যে , রাশিয়ার বিমান হানায় মারা গিয়েছে এই কুখ্যাত সন্ত্রাসবাদী। তবে বর্তমানে সিরিয়ার মানবাধিকার সংগঠন বাগদাদির মৃত্যুর সত্যতা জানিয়ে বিবৃতি দিয়েছে।[আরও পড়ুন:ফিল্মি কায়দায় জঙ্গি হামলার মাঝে বাস চালিয়ে যাত্রীদের বাঁচালেন চালক, জানুন কীভাবে]

আইএসআইএস প্রধান বাগদাদী খতম, দাবি সিরিয়ার মানবাধিকার সংগঠনের

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর ডিরেক্টর রামি আব্দেল রহমান জানিয়েছেন, আইএস -এর শীর্ষ নেতারা আবু বকর অল বাগদাদির মৃ্ত্যু সংবাদ মানবাধিকার সংগঠনের কাছে স্বীকার করে নিয়েছে। তবে কোথায় কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।[আরও পড়ুন:আইএস জঙ্গিরা ক্রমাগত গ্রহণ করছে খ্রিস্টান ধর্ম, কারণ কী]

ইরাক ও সিরিয়ায় বিভিন্ন অংশে কোণঠাসা হয়ে পড়লেও , দেইর এজোর প্রদেশে এখনও সক্রিয় আইএস। এই প্রদেশের বিভিন্ন জায়গা এখনও আজও আইএস কব্জা করে রেখেছে। কয়েকমাস আগে সেখানেই ঘাঁটি গাড়ে আইএস প্রধান বাগদাদি। এমনটাই দাবি করেন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর ডিরেক্টরের। উল্লেখ্য, এই ৪৬ বছরের বাগদাদি নিজেকে প্রকাশ্যে ইসলামিক স্টেটের খালিফা বলে ঘোষণা করে। তাকে শেষবার ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল ২০১৪ সালে। এরপর ২০১৬ সাল থেকেই তার মৃত্যু ঘিরে নানা খবর উঠে আসতে থাকে।

এদিকে, কিছুদিন আগেই আইএস-এর শক্ত ডেরা ইরাকের মসুলকে আইএস-এর কব্জা থেকে মুক্ত করা হয়। তারপর এল বাগদাদীর মৃত্যুর খবর। সবমিলিয়ে আই এস যে ক্রমাগত নিজের শক্তঘাঁটিগুলি থেকে উৎখাত হয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে , তা বলা বাহুল্য।

English summary
Abu Bakr al-Baghdadi died says Syrian human rights organisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X