For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাপানে দুই জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মার্কিন নৌবাহিনীর ৭ কর্মকর্তা নিহত

ফিলিপিন্সের পতাকাবাহী ৭৩০ ফিট লম্বা একটি বিশাল কন্টেইনার জাহাজের সাথে মার্কিন এই যুদ্ধজাহাজটির ধাক্কা লাগে জাপানের ইয়োকোসুকার কাছে সাগরে। শনিবার রাত দুটোর দিকে এ ঘটনা ঘটে। ।

  • By Bbc Bengali

ক্ষতিগ্রস্ত মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড
Reuters
ক্ষতিগ্রস্ত মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড

জাপানে মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর সাথে একটি কন্টেইনার জাহাজের ধাক্কা লেগে যে ৭ জন আমেরিকান ক্রু নিখোঁজ ছিলেন তারা নিহত হয়েছেন বলে সংবাদ দিচ্ছে মার্কিন নৌবাহিনী ও জাপানের গণমাধ্যম।

শনিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপর থেকেই নিখোঁজ সাত নৌ-সদস্যের খোঁজে অনুসন্ধান শুরু হয়।

মার্কিন নৌবাহিনী বলছে, রোববার সকালে ক্ষতিগ্রস্ত জাহাজটির ভেতর থেকে সাত নাবিকের মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। তাদের শনাক্তের জন্য জাপানের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।

দুটি জাহাজের ধাক্কা লাগার ফলে মার্কিন রণতরীটিরর এক পাশে ব্যাপক ক্ষতি হয়েছে। এর কমান্ডিং অফিসার ব্রাইস বেনসন সহ তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাহাজ থেকে তাদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়।

ফিলিপিন্সের পতাকাবাহী ৭৩০ ফিট লম্বা একটি বিশাল কন্টেইনার জাহাজের সাথে মার্কিন এই যুদ্ধজাহাজটির ধাক্কা লাগে জাপানের ইয়োকোসুকার কাছে সাগরে। শনিবার রাত দুটোর দিকে এ ঘটনা ঘটে। ।

মার্কিন নৌবাহিনীর জাহাজটির নাম ইউএএস ফিটজেরাল্ড এবং এটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতাসম্পন্ন ৫০৫ ফিট দীর্ঘ একটি ডেস্ট্রয়ার।

English summary
7 USA navy personal died in ship accident near japan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X